চট্টগ্রামের মীরসরাইয়ে চার পা বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশুটির জন্ম হয়।
শিশুটির বাবা-মা সাইদুল ইসলাম ও নাছরিন আক্তার দম্পতির বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানার ১নং বাগানবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাতির খেদা গ্রামে।
আরও পড়ুন: ভোলায় কোমড় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম
শিশুর বাবা সাইদুল ইসলাম বলেন, ২০২০ সালের ১১ মার্চ নাছরিন আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিয়ের ৯ মাসের মাথায় একটি পুত্র সন্তানের জন্ম দেয় আমার স্ত্রী। কিন্তু সেই শিশুটি প্রসবের সময়ই মারা যায়। এর দুই বছর পর মঙ্গলবার ভোরে দ্বিতীয় শিশুর জন্ম হয়। তবে অস্বাভাবিকভাবে চার পা নিয়ে শিশুটির জন্ম হয়।
শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মারিয়া কিবতিয়া বলেন, সোমবার রাত ২টার দিকে নাছরিন প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিকভাবে মঙ্গলবার ভোর ৫টার সময় ওই গৃহবধূর চার পা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়। শিশুটির চার পায়ের মধ্যে দুটি পা ক্লাব ফুট (মুগর পা) এবং বাকি দুটি পা অস্বাভাবিক ও মেরুদণ্ড মেনিগোসিল। শিশুটির ওজন দুই কেজি ৮’শ গ্রাম। শিশুটির মা পুরোপুরি সুস্থ হলেও শিশুর সামান্য শ্বাসকষ্ট রয়েছে।