অনুষ্ঠানে তৎকালীন সময়ের জামায়াত শিবিরের হাতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০টি গাছের চারা বিতরণ করা হয় ও প্রতিকীভাবে প্রেসক্লাব চত্বরে একটি চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি আলী মর্তুজা চৌধুরীর হত্যার বিচারের দীর্ঘসূত্রতার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
এ সময় জামায়াত-শিবিরের হাতে নির্যাতিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল প্রগতিশীল ছাত্র ছাত্রীদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয় এবং এরূপ নির্যাতিত ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।
শেষে আলী মুর্তজা চৌধুরীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মির্জা টিপু, কাজী দিলজেব কবির রিপন ও এমরান আহমেদ ভূঁইয়া দুলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত ছাত্র নেতা আবুল কালাম আজাদসহ সাবেক ছাত্রনেতা আমিন হেলালী, মারুফ আহমেদ মনসুর, মো. শাহজাহান চৌধুরী, জহিরউদ্দিন মাহমুদ লিপটন, আবুল কালাম আজাদ, কাজী মাজহারুল ইসলাম, জুলহাজ নুর, ইমতিয়াজ আউয়াল অপু, মেহেদী হাসান তমাল, এসারুল হক কনেজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, সুব্রত সেন রাহুল, ফারুক হোসেন রূদয় প্রমুখ।