আবুল কালাম আজাদ
শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে বাড়িতে নকল মদ তৈরির সময় গ্রেপ্তার ৩
ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেননি ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: রাজবাড়ীতে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩
২ মাস আগে
জাপানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন আবুল কালাম আজাদ
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জাপান সরকারের ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টারস’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
অর্ডার অব দ্য রাইজিং সান জাপানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
জাপানের সম্রাট দীর্ঘমেয়াদে বিশেষত মেধাবী সেবার স্বীকৃতিস্বরূপ যোগ্য ব্যক্তিদেরকে দ্য অর্ডার অব দ্য রাইজিং সান পুরস্কারে ভূষিত করেন।
শুক্রবার ঢাকার জাপান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, জাপান সরকার জাপান-বাংলাদেশ বন্ধুত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের আজীবন অবদানের স্বীকৃতি দিচ্ছে।
আগামী ১০ মে জাপানের ইম্পেরিয়াল প্রাসাদে দেশটির সম্রাট এই পুরস্কার তুলে দেবেন।
বাংলাদেশের বিদ্যুৎ সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় আবুল কালাম আজাদ বিদ্যুৎ খাতে মাস্টার প্ল্যান ২০১০ প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশে জাইকার কর্মসূচিতে সহায়তা করেন।
তিনি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত জাপানের সেক্রেটারি এমইটিআই এর সাথে বাংলাদেশ-জাপানের সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপের (পিপিইডি) সহ-সভাপতি ছিলেন।
এ সময় টোকিও ও ঢাকায় অনুষ্ঠিত একাধিক বৈঠকে বাংলাদেশ ও জাপানের পিপিইডি সরকারি ও বেসরকারি খাতের নেতারা যোগ দেন।
তার নেতৃত্বের কারণে পিপিইডি সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং জাপান বাংলাদেশকে বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মহেশখালী মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (এমআইডিআই) আজাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
২০১৮ সালে এমআইডিআই গঠিত হওয়ার পর এমআইডিআই-এর চেয়ারম্যান হিসেবে বিদ্যুৎ, জ্বালানি, গভীর-সমুদ্র বন্দর এবং অর্থনৈতিক অঞ্চলে জাপানের আরও বিনিয়োগের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার জাপানিজ ইকোনমিক জোন বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে নেতৃত্ব দেন।
আজাদ বাংলাদেশের বিদ্যুৎ সচিব এবং পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মুখ্য সচিব এবং পরে, প্রধান এসডিজি সমন্বয়কারী হিসেবে তার ভূমিকায় বাংলাদেশের ঐতিহাসিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখেন।
বর্তমানে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বায়োডাইভারসিটি বিষয়ক গ্লোবাল কমিশনের কমিশনার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রেসিডেন্সির বিশেষ দূত হিসেবে তিনি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতার পক্ষে কথা বলছেন।
পড়ুন: ওবায়দুল কাদেরের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মুক্ত ইন্দো-প্যাসিফিকের সহায়ক: জাপান
২ বছর আগে
রিজেন্ট কেলেঙ্কারি: জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক
রাজধানীর রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ ২০ হাজার টাকার বন্ডের মাধ্যমে আগামী ২ নভেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
গত ২০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এই দুর্নীতির মামলায় আজাদসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছিল। তবে এ অভিযোগপত্রে প্রথমে আজাদের নাম না থাকলেও পরবর্তীতে তদন্তের মাধ্যমে তাকে অন্তর্ভুক্ত করা হয় বলে ইউএনবিকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আরিফ সাদিক।
গত বছর রিজেন্ট হাসপাতাল থেকে করোনার জাল সনদ প্রদান করে এক কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী সংস্থাটির ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ একটি অভিযোগ দায়ের করেছিলেন।
আরও পড়ুন: অস্ত্র মামলায় রিজেন্ট চেয়ারম্যান শাহেদের যাবজ্জীবন কারাদণ্ড
এ মামলার অন্য পাঁচ অভিযুক্ত হলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাদেদুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম।
গত বছর মুগদা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা নিম্ন মানের মাস্ক ও সুরক্ষা সামগ্রী প্রদানের অভিযোগ করলে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম প্রকাশিত হতে থাকে।
এছাড়া বেশ কয়েকটি হাসপাতাল করোনার জাল সনদ প্রদান করলে দেশে ও বিদেশে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মূলত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে একটি অভিযান পরিচালনা করার পর বিষয়টি সামনে আসে।
এরপর গত বছরের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে করোনার জাল সনদ প্রদানের অভিযোগে রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: রিজেন্টের সাহেদ ও মাসুদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ
রিজেন্টের অনিয়ম সরকারই উদঘাটন করেছে, অন্য কেউ নয়: তথ্যমন্ত্রী
৩ বছর আগে
চবির নির্যাতিত ছাত্রনেতা আজাদকে আর্থিক সহায়তা
‘আজাদের জন্য আমরা’ সংগঠনের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াত-শিবির দ্বারা নির্মমভাবে নির্যাতিত ছাত্রনেতা আবুল কালাম আজাদের জন্য ১৫ লক্ষাধিক টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
৪ বছর আগে
পদত্যাগী স্বাস্থ্যের ডিজি আবুল কালামের বিচার চায় বিএনপি
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পদ থেকে সদ্য পদত্যাগ করা আবুল কালাম আজাদের বিচার দাবি করেছে বিএনপি।
৪ বছর আগে