চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ২ পুলিশ আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই উপ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।
এ নিয়ে দুই দিনে ৩ দফায় সংঘর্ষে ঘটনা ঘটলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিমুল বিশ্বাস বলেন, ঘটনার সূত্রপাত বুধবার দিবাগত রাতে। এরপর ঘটনা গড়ায় হল ভিত্তিক দুই গ্রুপের মধ্যে। এ ঘটনায় দুটি পক্ষই দোষারোপ করছে একে-অপরকে।’
আরও পড়ুন: চবিতে প্রথম আলোর প্রতিনিধির উপর ছাত্রলীগের হামলার অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদার জানান, দু’পক্ষকে সরিয়ে দুই হলের মাঝখানে অবস্থান নিয়েছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।
চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এতে উভয় পক্ষের অন্তত ৯ নেতা–কর্মী আহত হয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে ফের তারা সংঘর্ষে জড়ায়।
এর আগে বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে দুই দফা সংঘর্ষে জড়ায় তারা। ওই দুই দফা সংঘর্ষে ছাত্রলীগের অন্তত ১৫ জন নেতা–কর্মী আহত হন।
আরও পড়ুন: চবিতে আবারও ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ
৮ মাস আগে
নিজস্ব অর্থায়নে শাটল ট্রেন রাঙ্গাচ্ছেন জার্মান শিল্পী দম্পতি
শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী শিক্ষার্থীদের অন্যতম বাহন শাটল ট্রেন। ১৯৮০ সালে চালু হওয়া বাংলাদেশ রেলওয়ে সেই শাটল ট্রেন নতুন সাজে সাজতেছে। আর এই কাজটি করেছেন জার্মান আরইউএসবি আর্ট গ্রুপের প্রধান লুকাস জিলিঞ্জার ও তার স্ত্রী লিভিয়া জিলিঞ্জার।
২ বছর আগে
ছাত্রী হেনস্তাকারীদের বহিস্কার করা হবে: চবি ভিসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার সঙ্গে জড়িত সকলকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন চবি’র উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।শনিবার দুপুরে চবি’র ৩৪তম বার্ষিক সিনেট সভায় এ ঘোষণা দেন চবি উপাচার্য।ভিসি বলেন, ‘এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। অভিযুক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীও এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এর বিচার নিশ্চিত করার। ইতোমধ্যে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো আমরা। এছাড়া অভিযুক্তদের বহিষ্কার করা হবে।’এর আগে ছাত্রী হেনস্তার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আজিম (২৩), হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. নূর হোসেন শাওন (২২), বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ২য় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা (২২) কে আটক করা হয়।তাদের আটকের বিষয়টি শনিবার র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এ ঘটনায় চবি ইংরেজি বিভাগ ৩য় বর্ষের ছাত্র মেহেদী হাসান হৃদয় (২৩) নামে আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখ রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হন। তাকে শাররিক নির্যাতন ও তার বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় এ মামলায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয় এবং ভুক্তভোগী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।এর মধ্যে গত ১৯ জুলাই ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার মধ্যে হলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে তীব্র আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। হেনস্তার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিদিন বিক্ষোভ ও মানববন্ধন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তা, গ্রেপ্তার ৪
চবিতে যৌন হেনস্তার ঘটনায় ২ জন শনাক্ত
২ বছর আগে
প্রথমবারের মতো বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা
কোভিড-১৯ পরিস্থিতি, শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয়ের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা এবং সাতটি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী ইউএনবিকে বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বিভিন্ন বিভাগের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে যে পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলছে।’
আরও পড়ুন: শাবিপ্রবিতে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
৩ বছর আগে
চবির নির্যাতিত ছাত্রনেতা আজাদকে আর্থিক সহায়তা
‘আজাদের জন্য আমরা’ সংগঠনের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াত-শিবির দ্বারা নির্মমভাবে নির্যাতিত ছাত্রনেতা আবুল কালাম আজাদের জন্য ১৫ লক্ষাধিক টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
৪ বছর আগে
চবি ক্যাম্পাসে ১৪ দিনের লকডাউন শুরু
করোনাভাইরাসের সংক্রামক ঠেকাতে শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে লকডাউন শুরু হয়েছে।
৪ বছর আগে