নাটোরের চলনবিলে নৌবিহারে এসে হারিয়ে যাওয়া নারী-শিশুসহ ৪০ পর্যটককে উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বুধবার সকালে নওগাঁর আত্রাই থেকে পাঁচ শিশুসহ ৪০ জনের একটি পর্যটক দল নৌবিহারে আসে নাটোরের চলনবিল এলাকায়। সারাদিন চলনবিলের বিভিন্ন স্থানে বেড়ানোর পর রাত সাড়ে ১০টায় সিংড়ার তিষিখালী মাজার থেকে নাওগাঁর আত্রাই থানার উদ্যেশে রওনা দেয়। কিন্তু রাতের অন্ধকার আর চলনবিলের উত্তাল ঢেউয়ে দিক হারিয়ে ফেলে মাঝি। প্রায় ৩ ঘণ্টা চলনবিলে ভেসে থাকার পর পিয়াস নামে এক পর্যটক ৯৯৯ এ ফোন করেন।
৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর থানা পুলিশের একাধিক টিম অনুসন্ধানে নামে। মোবাইল ট্র্যাকিং ও ঢাকার এল আইসির সহায়তায় গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় তাদের সন্ধান পায় পুলিশ। পরে ভোর ৪টায় উদ্ধারকৃতদের আত্রাই থানার সীমানা পর্যন্ত পৌঁছে দেয় নাটোর পুলিশ।