সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ হোসেন খান ও জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারি প্রেস ক্লাবের প্রধান ফটকে যৌথভাবে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। তাদের নেতৃত্বে পরে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: খুলনা প্রেসক্লাবের জাহিদ সভাপতি, সম্পাদক হাসান মোল্লা
এরপর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দীন মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান বলেন, ‘১৯৭০ সালে মাত্র ১৫৫ টাকা নিয়ে এ প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। তখন ৫-৬ জন সাংবাদিক কাজ করতেন। সবাই ছিলেন চাঁদপুর কলেজের অধ্যাপক। পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আ. করিম পাটোয়ারি সাংবাদিকদের বসার জন্য তখন এক খণ্ড জমি দান করেন এ প্রেস ক্লাবকে। পরে আস্তে আস্তে প্রেস ক্লাবটি টিনের ঘরে রূপ নেয়। আজ এটি একটি উন্নত ও পরিচ্ছন্ন স্থান, সরকারি-বেসরকারি সাহায্যে এটি এখন চারতলার অট্টালিকা।’
আরও পড়ুন: কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৪ বছরে পদার্পণ
তিনি জানান, বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস ক্লাবের উন্নয়নে প্রায় এক কোটি বিশ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। জেলা পরিষদ বরাদ্দ দিয়েছে ৪০ লাখ টাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এ প্রেস ক্লাবের উন্নয়নে বরাদ্দ দিয়েছিলেন।
বর্তমানে এ প্রেস ক্লাবে শতাধিক সাংবাদিক সদস্যকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: জাতীয় প্রেসক্লাবে বিডি সমাচারের ২য় বর্ষপূর্তি উদযাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারি। এ সময় প্রবীণ সাংবাদিক শংকর দে, গোলাম কিবরিয়া জীবন, সম্পাদক আহসানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
দুপুরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলার সাত উপজেলা প্রেস ক্লাবের প্রায় ৮০ জন সাংবাদিক নেতা অংশ নেবেন।
এছাড়া, দুপুর আড়াইটার দিকে মূল অনুষ্ঠানের আয়োজন রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অঅরও পড়ুন: করোনায় মারা গেলেন বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোজাম্মেল
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন।
সবশেষ বিকালে প্রবীণ ও নবীন সাংবাদিকদের স্মৃতিচারণ, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র ও শহরের বেশ কয়েকটি দৈনিক পত্রিকার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।