প্রতিষ্ঠা বার্ষিকী
শতভাগ শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি করার চেষ্টা করবো: উপাচার্য
পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাবিপ্রবিকে শতভাগ শিক্ষার্থী বান্ধব করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের সবাইকে একসঙ্গে হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে হবে। আমরা চেষ্টা করবো শতভাগ শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি করার।’
শাবিপ্রবির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
পহেলা ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারি (সোমবার) নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে সকাল ১০টার দিকে ‘জাতীয় সংগীত’পরিবেশনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
আরও পড়ুন: শাবিপ্রবির হল খুলছে সোমবার, অনলাইন ক্লাস শুরু মঙ্গলবার
এরপরে ১০টা ১০মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ পরবর্তীতে ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘শোভাযাত্রা’বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে গোল চত্বরে মিলিত হয়৷ সেখানে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়।
২ বছর আগে
চাঁদপুর প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু
শান্তির পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে।
৩ বছর আগে