চাঁদপুরে জ্বর, কাশি, সর্দি ও গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে খ্রিস্টান ধর্মালম্বীর এক ব্যক্তি মারা গেছেন।
মারা যাওয়া নিরেন্দ্র বর্মন (৫৬) চাঁদপুর শহরের খ্রিস্টানপাড়ার বাসিন্দা হিরেন্দ্র বর্মনের ছেলে।
জেলায় এই প্রথম খ্রিস্টান কোনো ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন।
মৃতের স্বজন মনিন্দ্র বর্মন ও আত্মীয়রা জানান, গত ৮/৯ দিন যাবত তিনি জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাসায় ছিলেন। মঙ্গলবার তিনি সরকারি জেনারেল হাসপাতালে কোভিড টেস্টের জন্য নমুনা জমা দেন। বুধবার সকাল ৯টার দিকে অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে মৃতকে জেলা শহরের খ্রিস্টান কবরস্থানে ধর্মীয় ও স্বাস্থবিধি মেনে সমাহিত করা হয়েছে।
ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা মৃতকে সমাহিত করতে সহযোগিতা করেন।