মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের দুই মেয়াদে কাউন্সিলর ছিলেন।
আরও পড়ুন: যশোরে দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
রবিবার বিকালে তৃতীয়বার কাউন্সিলর প্রার্থী হিসেবে সিদ্দিকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। পরে ওইদিন রাত ৮টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, সিদ্দিক গত দুই মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে জটিল অপারেশনও করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ভারতের চেন্নাই নিয়ে আরও উন্নত চিকিৎসা করা হয়।
আরও পড়ুন: করোনায় পবা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
গত ১৩ ডিসেম্বর সেখান থেকে তাকে ঢাকায় আনা হয়। ১৬ ডিসেম্বর তিনি হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ নিজ বাড়িতে আসেন। এদিন বিকালে আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাড়ির গণ্যমান্য ব্যক্তিসহ সবার সাথে মতবিনিময় করে তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরে আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
সোমবার বাদ জোহর হাজীগঞ্জ বড় মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
জানাজার আগে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী প্রমুখ।
আরও পড়ুন: করোনায় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু
এদিকে আসন্ন হাজীগঞ্জ পৌর নির্বাচনে পৌর মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ১৪ জন ও বিএনপির তিনজন সোমবার বিকাল পযর্ন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: চাঁদপুরে ৩ দিনের ব্যবধানে তিন ইউপি চেয়ারম্যানের মৃত্যু