চাঁদপুরের হাজীগঞ্জ সুবিদপুরে সম্পত্তিগত বিরোধে বড় ভাই বিল্লাল হোসেনের দায়ের আঘাতে প্রবাসী ছোট ভাই জহির হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সুবিদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আমিনুল হকের বাড়িতে এই র্দুঘটনা ঘটে।
নিহত জহির হোসেন ও অভিযুক্ত বিল্লাল হোসেন মৃত আব্দুল জলিলের ছেলে। নিহত সৌদি প্রবাসী জহির কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন।
আরও পড়ুন: ক্রসফায়ার ও গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি
নিহতের প্রতিবেশেী আব্দুল হাই বলেন, ৪০ পয়েন্ট জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। আম গাছের চারা রোপনকে কেন্দ্র করে আজ দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই বিল্লাল হোসেন ছোট ভাই জহির হোসেনকে দা দিয়ে দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান ইউএনবিকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।