মৃত্যুর অভিযোগ
জয়পুরহাটে টনসিল অপারেশনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
জয়পুরহাট শহরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) আনুমানিক রাত পৌনে ৯টার দিকে শহরের পূর্ব বাজারের ধানমন্ডি এলাকায় বন্ধন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ' নামের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ওই ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ অন্যরা পালিয়েছে। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে গৃহবধূ রুমা আক্তারের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।
গৃহবধূ রুমা আক্তার জয়পুরহাটের সদর উপজেলার নূরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
স্বজনরা জানান, শুক্রবার আনুমানিক রাত পৌনে ৯টার দিকে তারা গৃহবধূ রুমা আক্তারের টনসিলের অপারেশন করাতে জয়পুরহাট শহরের বন্ধন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ভর্তি করানো হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগী রুমা আক্তারকে চিকিৎসক ও নার্সরা যথারীতি তার টনসিলের অপারেশন করাতে ক্লিনিকের অপারেশন থিয়েটারে নিয়ে যান। এ সময় ক্লিনিকের চিকিৎসক আসাফউদ্দৌলা ও তানভির আহমেদের তত্ত্বাবধানে টনসিল অপারেশনের পর ওই গৃহবধূর মৃত্যু হয়।
পরে তার লাশ রেখেই ক্লিনিকের চিকিৎসক নার্সসহ অন্য সবাই পালিয়ে যান।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে বন্ধন ক্লিনিকে রুমা আক্তার নামে এক গৃহবধূ টনসিল অপারেশনের পর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য তার লাশ জয়পুরহাটের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: জয়পুরহাট থেকে ১৬ কোটি টাকার সাপের বিষ জব্দ
১ মাস আগে
সিলেটে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
সিলেটের বিয়ানীবাজারে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত বড় ভাই কাদির ও ছোট ভাই আদিল আহমদ (২৫) ওই উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা।
স্থানীয় তরুণ আনান আহমেদ জানান, পরিবারিক কলহের জেরে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায় মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে আদিলের মৃত্যু হয়।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
নিহত আদিল আহমদ এলাকায় ফুটবল খেলোয়াড় হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন বলেও জানান তিনি।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিরিন বেগম বলেন, ‘বিকালের দিকে আদিল নামে এক রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ধারালো অস্ত্রের আঘাতে মাথায় আঘাত পেয়েছে তিনি। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ায় সিলেট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত বড় ভাইকে ধরতে চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: গোলাপগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ
১ মাস আগে
সরাইলে ছুরিকাঘাতে মোটরসাইকেল মেকানিকের মৃত্যুর অভিযোগে আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লাল খা নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া কুমারপাড়াসংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় আটক ২
নিহত লাল খা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে এবং তিনি মোটরসাইকেল মেকানিক।
আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের মৃত নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন ও জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মো. আল আমিন।
আল আমিন নামে অটোরিকশাচালকের সঙ্গে লাল খাঁর টাকা লেনদেন ছিল। এনিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এরই জেরে জসিমকে সঙ্গে নিয়ে আল আমিন ছুরি দিয়ে লাল খাকে ছুরিকাঘাত করে। এরপর দুজনকে আটক করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত ছুরিটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, জসিম ও আল আমিন নামে দুইজনকেই আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
চট্টগ্রামে হ্যাং আউটে পুলিশের অভিযান, মালিকপুত্রসহ আটক ২
৭ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কৃষকের মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি বন্ধক নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুছা মিয়া নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণ খার গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ছুরিকাঘাতে কর্মচারী নিহত
নিহত মুছা ওই গ্রামের জুজু মিয়ার ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ধানি জমি বন্ধক নিয়ে মুছার সঙ্গে দক্ষিণ খার গ্রামের রুহুলের পরিবারের লেনদেন ছিল। এর জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে রুহুল আমিন ছুরি দিয়ে মুছাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নওগাঁর মান্দায় ছুরিকাঘাতে একজন নিহত
কানাডায় ৬ জনকে ছুরিকাঘাতে হত্যা, শিক্ষার্থী গ্রেপ্তার
৭ মাস আগে
কয়রায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে আংটিহারা নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।
নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মো. নুরুজ্জামের স্ত্রী ডলি খাতুন তার নিজ বাড়িতে একটি নবজাতক প্রসব করেন। প্রসবের পর নবজাতক ও নবজাতকের মা দুজনই সুস্থ ছিল। কিন্তু গত শুক্রবার ভোর ৫টার দিকে নবজাতকের শরীরে জ্বর দেখা দিলে একই এলাকার নগেন্দ্র নাথ নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের চিকিৎসা নেন। কিন্তু শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হলে ওই চিকিৎসককে বিষয়টি পুনরায় জানানো হয়। তখন হোমিওপ্যাথিক চিকিৎসকের ছেলে পল্লী চিকিৎসক দীলিপ মন্ডলকে বিষয়টি দেখার জন্য নবজাতকের বাড়িতে পাঠান। শারীরিক অবস্থা দেখে সকাল সাড়ে ৭ টার দিকে পল্লী চিকিৎসক দীলিপ মন্ডল নবজাতকের শরীরে ২টা ইনজেকশন পুশ করে চলে যান। ইনজেকশন পুশের পর সকাল ৮টার দিকে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। বিষয়টি পল্লী চিকিৎসক দীলিপকে পুনরায় জানানো হলে তিনি আর আসেনি। সে সময় শিশুটির পরিবার উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আংটিহারা গ্রাম পর্যন্ত পৌঁছালে নবজাতকের মৃত্যু হয়।
পড়ুন: বরগুনায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, কথিত ‘চিকিৎসক’ কারাগারে
নবজাতকের চাচা সুজাউদ্দীন জানান, আমার ছোট ভাইয়ের স্ত্রী গত বৃহস্পতিবার একটি পুত্র সন্তান প্রসব করে। পুত্র সন্তান জন্ম নেয়ায় আমরা সকলে খুব খুশি হয়েছিলাম। কিন্তু সে খুশি বেশি সময় স্থায়ী হলো না। ডাক্তারের ভুল চিকিৎসায় সব মুহূর্তে শেষ হয়ে গেল।
অভিযুক্ত পল্লী চিকিৎসক দিলিপ বলেন, আমি অতিরিক্ত জ্বরের জন্য ট্রাজিট ১২৫ এমজির ২টা ইনজেকসন পুশ করি। তবে হঠাৎ নিউমনিয়ার চাপ দেয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে। পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার ব্যাপারে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, ‘নবজাতকের মৃত্যু হয়েছে বিষয়টি জেনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: সন্তানের মুখ দেখা হলো না মায়ের, ভুল চিকিৎসার অভিযোগ
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিপক্ষের মারপিটে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলার কিশমত শুখানপুকুরী গ্রামে রবিবার রাতে তিনি মারা যান।
নিহত আব্দুল মমিন (৩০) একজন মিষ্টি ব্যবসায়ী। পঞ্চগড় জেলার বোদা বাজারে তার একটি মিষ্টির দোকান রয়েছে।
নিহতের বাবা আব্দুল জলিল জানান, গত বুধবার মমিনের দোকানের কর্মচারী সুজিত কুমার সরকারের সাথে মিষ্টির দোকানের ছানা চুরিকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ সময় সুজিত কুমার সরকার বহিরাগত লোকজন নিয়ে মমিনকে বেধড়ক মারধর করে ও বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। মারপিটের ঘটনাটি নিয়ে বোদা বাজার বণিক সমিতির মধ্যস্থতায় বৈঠক হলে ১৫ দিনের মধ্যে মমিনের জামানতের টাকা ফেরত সাপেক্ষে দোকান ঘর ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি জানান, মারধরের কারণে রবিবার মমিন অসুস্থ হয়ে পড়েন ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এসে চিকিৎসা নেন। পরে বাসায় ফিরে গেলে তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সন্ধ্যায় মারা যান।
মমিনের মৃত্যুর জন্য পাশ্ববর্তী জেলার বোদা উপজেলার বগুলাডাঙ্গী হলপাড়া হাজীপুর গ্রামের সুকুমার সরকারের ছেলে সুজিত কুমার সরকারকে দায়ী করছেন আব্দুল জলিল।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বিষয়টি জানার পরপরই মমিনের বাসায় গিয়ে লাশ উদ্ধার করা হয়। সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এস আই জানান, মমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
৩ বছর আগে
চিকিৎসকের অবহেলায় বেরোবি ছাত্রের মৃত্যুর অভিযোগ
ঠাকুরগাঁওয়ে হাত ভাঙার অপারেশন করার সময় চিকিৎসকের অবহেলা ও ক্লিনিক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৩ বছর আগে
শরীয়তপুরে অতিরিক্ত মদপানে ২ ব্যক্তির মৃত্যুর অভিযোগ
শরীয়তপুরে অতিরিক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ বছর আগে