চাঁপাইনবাবগঞ্জ, ০২ সেপ্টেম্বর (ইউএনবি)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আট মাসে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ১২ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ও ১৮টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।
বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান খান বলেন, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অভিযানে জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১৪,১৯৫ বোতল ফেনসিডিল, ৭.৪২৫ কেজি হেরোইন, ৫৪৭ বোতল বিদেশি মদ, ৩৮.৪০০ কেজি গাঁজা ও ২.১০ লাখ ইয়াবা ট্যাবলেট।
সেই সাথে বিজিবি সদস্যরা ১১টি বিদেশি পিস্তল, সাতটি শাটারগান, ৬০ রাউন্ড গুলি, ৫৯টি ককটেল ও ১.৭৫ কেজি গান পাউডার জব্দ করেছে।