সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আরও নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংএ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এই ঘোষণা দেন।
আরও পড়ুন: কোভিড-১৯: লকডাউন এবার ১৫ জুলাই পর্যন্ত বাড়ল
জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণের হার হঠাৎ করে বেড়ে যাওয়ায় গত ২৫ মে জেলা জুড়ে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছিল। টানা দুই সপ্তাহের লকডাউনের ফলে করোনা সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে ৮ জুন থেকে ১৬ জুন পর্যন্ত লকডাউন শিথিল করে কঠোর বিধিনিষেধ আরোপ কারা হয়। এতে সংক্রমণের হার আরও নিম্নগামী হয়েছে। তারপরও আমরা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারিনি।
তিনি বলেন, পাশের কয়েকটি জেলা রাজশাহী, নওগাঁ ও নাটোরে করোনা সংক্রমণের হার সেভাবে কমেনি। তাই চলমান বিধিনিষেধের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়ানো হলো।
আরও পড়ুন: করোনা: দেশে একদিনে আরও ৬০ মৃত্যু, শনাক্ত প্রায় ৪ হাজার
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণের হার ১৩.০২ শতাংশ।