র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ আদনান তফাদার সোমবার রাতে বিষয়টি নিশ্চত করে বলেন, আটককৃতদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
এর আগে ওই দিনই আশুলিয়ার গাজীরচট ইউনিক বাসস্ট্যান্ড এলাকার দ্বীন ইসলাম প্লাজার ৫ম তলায় থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন- মো. ফাহিম রহমান (২২), মো. রবিউল (২০), মো. সাব্বির হোসেন (২২), মো. সবুজ মিয়া (১৮), মো. সাব্বির (১৮), মো. হারুন মিয়া (১৯), মো. হিমেল মিয়া (১৮), সোনিয়া আক্তার (২১), মৌসুমী (২৪), ফারজানা আক্তার (১৮), রোকেয়া আক্তার (১৮)।
আরও পড়ুন: র্যাব ও পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই: আটক ৩
র্যাব জানায়, মীম ফোর্স গার্ড লিমিটেড নামে দীর্ঘদিন যাবৎ নিরীহ চাকরি প্রার্থীদের চাকরি দেয়ার নাম করে প্রত্যেকের কাছ হতে ২৫ হাজার টাকা করে জামানত নিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। অভিযানকালে মীম ফোর্স গার্ড লিমিটেডের ৫টি আইডি কার্ড, মীম ফোর্স গার্ড লিমিটেডের ২০টি অঙ্গীকারনামা, ১৯টি ভেরিফিকেশন ফরম, চাকরি হতে অব্যাহতিপত্র চারটি, আবেদন ফরম-২১টি, ট্রেনিংয়ের জন্য আবেদন ফরম-২২টি, চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত ২৫টি, মনিটর ও ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন: ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে র্যাবের ৩ মামলা
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ আদনান তফাদার জানান, মীম ফোর্স গার্ড লিমিটেড নামে এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে নিরীহ চাকরি প্রার্থীদের চাকরি দেয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। তারা চাকরি প্রার্থীদের ট্রেনিং দেয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে চাকুরি প্রার্থীদের আটক করে মারধরও করতো। তাদের বিরুদ্ধে প্রতারণার আইনে মামলা রয়েছে।
অঅরও পড়ুন: সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযান সমাপ্ত