রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল এবং শ্রমিক, কর্মচারী ও আখ চাষিদের বকেয়া পরিশোধের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কানাইখালী, নিচাবার ও নিমতলা ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন যে দেশের চিনি শিল্পকে ধ্বংস করে চিনি বাণিজ্যকে সিন্ডিকেটের হাতে তুলে দিতে একটি গোষ্ঠীর চক্রান্তে বন্ধ করা হচ্ছে উত্তর-পশ্চিমের একমাত্র রাষ্ট্রায়ত্ত ভারী শিল্প চিনিকল। সামাবেশ থেকে বক্তারা অবিলম্বে বন্ধ ঘোষিত ছয় চিনিকল চালুর দাবি জানান।
অনুষ্ঠানে শ্রমিক নেতা মিজানুর রহমান, শহিদুল ইসলাম, স্কপ নেতা দেবাশিষ রায়সহ অন্যরা বক্তব্য দেন।