শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, গাড়িতে আগুন
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ শুরু করেছে শিল্প কারখানার শ্রমিকরা।
সোমবার (৩০ অক্টোবর) বিক্ষোভভালে বেশ কিছু যানবাহন ভাঙচুর ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
সোমবার সকালে সপ্তম দিনের মতো গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা, নাওজোড়, নলজানী, ও মালেকের বাড়ি এলাকায় কাজ বন্ধ করে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ভবনে ঢিল ছুড়ে গ্লাস ভাঙচুর করা হয়। শ্রমিকদের একটি গ্রুপ গাজীপুরের ভোগড়া এলাকায়
অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করতে গেলে শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে ভোগড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া কারখানার শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তাদের কাজের দাম বাড়েনি। তাই বাধ্য হয়েই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামতে হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীর বাবুরহাট-শেখেরচর বাজারে আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। সড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার লেগোস অ্যাপারেলস,
এটিএস, বে-ফুটওয়ারসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।
আরও পড়ুন: নরসিংদীর বাবুরহাট-শেখেরচর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই বন্ধের প্রতিবাদে ও দুই মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ করেছে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার নন্দলালপুর এলাকায় প্রাইম ট্রেক্সটাইল লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন: নাটোরে নর্থবেঙ্গল সুগারমিলের শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিকদের দাবি, আড়াই হাজার শ্রমিক এই কারখানাটিতে কর্মরত রয়েছে। দীর্ঘ ১০ থেকে ২০ বছর পর্যন্ত অনেক শ্রমিক এখানে কর্মরত আছেন। তবে মালিকপক্ষ কোন নোটিশ না দিয়ে গত মাসে ৩৬০ জন শ্রমিককে ছাঁটাই করে। আরও ৬৫০ শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়।
এছাড়া গত নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য কোন ভাতা পরিশোধ না করে মালিকপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধ ও ‘লে অফ’ সাইনবোর্ড টানানো দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এসময় শ্রমিকরা সবাই কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে কোন সমাধান দিতে না পারায় শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রাখেন।
অবিলম্বে সকল বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। অন্যথায় সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত
১ বছর আগে
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রায় আধ ঘণ্টা অবরোধ থাকার পর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ সময় শ্রমিকরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলাকালীন সময় লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হন।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, হা-মীম গ্রুপের একটি প্রতিষ্ঠানে ঈদ উপলক্ষে ৬ দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১০দিনের বর্ধিত ছুটি দাবি করে বিক্ষোভে নামে শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শিল্প পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশও জবাবে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ
পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বর্ধিত ১০ দিনের ছুটি দাবি করে আন্দোলনের নামে শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে আন্দোলন ত্যাগ করে শ্রমিকরা।
৩ বছর আগে
গণপরিবহন চালুর দাবিতে মাগুরায় শ্রমিকদের বিক্ষোভ
অবিলম্বে গণপরিবহন চালু ও বাস শ্রমিকদের সরকারি প্রণোদনা দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা বাস ও মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৩ মে) দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে শ্রমিক ইউনিয়নের প্রায় ২ শতাধিক শ্রমিক অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে গণপরিবহন চালু ও বাস শ্রমিকদের সরকারি প্রণোদনা দেয়ার দাবিতে স্লোগান দিতে থাকে।
আরও পড়ুন: বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান বলেন, “সারাদেশে সবকিছু চলছে কিন্তু আমাদের গণপরিবহন বন্ধ রয়েছে। আজ প্রায় ১ মাস যাবৎ বন্ধ রয়েছে গণপরিবহন। এই ১ মাসে আমাদের কোনও শ্রমিক সরকারের পক্ষ থেকে কোনও ত্রাণ সহায়তা পায়নি। এতে শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে।”
আরও পড়ুন: দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
তিনি অবিলম্বে গণপরিবহন চালু করার দাবিতে জানান। এছাড়া এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন: নড়াইলে বাজারে লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ
৩ বছর আগে
চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নাটোরে শ্রমিকদের বিক্ষোভ
রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল এবং শ্রমিক, কর্মচারী ও আখ চাষিদের বকেয়া পরিশোধের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
৩ বছর আগে
বেতন-ভাতার দাবিতে ফরিদপুর চিনিকলে শ্রমিকদের অবস্থান ধর্মঘট
বকেয়া বেতন-ভাতার দাবিতে ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে শনিবার সকাল ৯টা থেকে এক ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।
৪ বছর আগে
৩ মাসের বকেয়া বেতনের দাবিতে জয়পুরহাটে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
জয়পুরহাটে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মিছিল, অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে চিনিকল শ্রমিকরা।
৪ বছর আগে