চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুর চুলকানিপাড়ায় তুফানের চাতালের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আলোকদিয়া বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভিক্ষুকের ঘরে চুরি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তৈয়ব আলীর সঙ্গে তার চাচাতো ভাই রাজুর বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ বিরোধের জের ধরে রাজু ও তার মামাতো ভাই বাবু ধারালো অস্ত্র দিয়ে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হয়।
গুরুতর আহত তৈয়ব আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও অবনতি হলে পুনরায় সদর হাসপাতালে আনা হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’