বাবা-ছেলের মৃত্যু
রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, আহত ২৮
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।
আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে সিএনজি-ট্রাকের সংঘর্ষে নিহত ২
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বিশমাইলে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার কমলসিন্দুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩৬) ও তার আড়াই বছর বয়সি শিশু ইশরাত।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মহাসড়কের বিশমাইলে ঢাকাগামী অপু ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের নিহত হন।
তিনি আরও বলেন, পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: ভারতে দোতলা বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৮
দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত
৪ মাস আগে
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলার সদরের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা মহাদেব পাল (৬০) ও ছেলে মিঠুন পাল (২৮) মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মাদারীপুরে দুই নারীর ‘রহস্যজনক’ মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর থেকে বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার নামক স্থানে যাওয়া মাত্র অপর দিক থেকে আল্লাহর দান কার্গোর একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দু’টি উদ্ধার করে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি এবং কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদুৎস্পৃষ্টে বাবা-ছেলে মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ৭ বছরের শিশু সন্তান জুবায়ের। এই ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁঞা জানান, গোলাম মাওলা শ্রমিক হিসেবে কাজ করে। নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। এই কারণে সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিলেন। ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল তাদের অজান্তে। আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি জানান, এসময় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বকুলের
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
৩ বছর আগে
ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বরিশালে বাবা-ছেলের মৃত্যু
বরিশালের হিজলা উপজেলায় ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বিদ্যৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীপুর গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে মো. কাশেম হাওলাদার (৫৫) ও কাশেম হাওলাদারের ছেলে মুকতার হাওলাদার (৩০)।
এসময় তাদের উদ্ধার করতে গিয়ে কাশেম হাওলাদারের অপর ছেলে মনির হোসেনও গুরুতর আহত হয়।
আরও পড়ুন: পাবনায় থানা চত্বরে বিদ্যুৎস্পৃষ্টে এসআই এর মৃত্যু
মৃতদের স্বজন ও স্থানীয়রা জানান, ছাগল ঘাস খাওয়ানোর জন্য কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে যান। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের এক ইটভাটার কাছাকাছি চলে যায়। ছাগল সেখান থেকে সরাতে গিয়ে হাতের সাথে বিদ্যুতের লাইনের তারের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি কাশেমের ছেলে মুকতার হাওলাদার দেখতে পান এবং বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।আর তাদের উদ্ধার করতে গিয়ে মনির হোসেনও গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাশেম ও মুকতারকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেছে ৫ শ্রমিক
স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে বিদ্যুত ব্যবহার করতো ইটভাটার লোকজন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনি নিজেও যাচ্ছেন। বাবা ও ছেলে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন সে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
৩ বছর আগে
বগুড়ায় পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে শুক্রবার বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
ছেলের মৃত্যুর ৯ দিন পর শ্বাসকষ্ট, জ্বর, কাশিতে বাবার মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামে ছেলের মৃত্যুর ৯ দিন পরে শ্বাসকষ্ট, জ্বর, কাশি নিয়ে বৃদ্ধ বাবারও মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
১২ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরায় বাবা-ছেলের মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলার সেনপুর গ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে