চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার সকালে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, একদিনেই ৩ ডিগ্রি সেলসিয়াস নেমে চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ (রবিবার) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আরও পড়ুন: সূর্যের দেখা নেই চুয়াডাঙ্গায়, আবারও শৈত্যপ্রবাহের আভাস
এদিকে, সকাল থেকে হালকা কুয়াশা ও তীব্র ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে শহরের বিভিন্ন এলাকায় শীতের দাপট দেখা যাচ্ছে। বিশেষ করে সকালে ঘর থেকে বের হওয়ার সময় অনেকেই অতিরিক্ত পোশাক পরে বের হচ্ছেন।
এছাড়া, শীতকালীন প্রস্তুতি হিসেবে স্থানীয় প্রশাসন ও অন্যান্য সহায়ক সংস্থাগুলো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করলেও সেটা পর্যাপ্ত নয়।