চুয়াডাঙ্গার জীবননগর থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে উপজেলার মোল্লাবাড়ির মোড় থেকে বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক জুয়েল হোসেন(৩৮) জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভুষির বস্তা থেকে ১০টি স্বর্ণের বার জব্দ
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিওপির একটি টহল দল অবস্থান নেয় জীবননগর মোল্লাবাড়ি মোড়ে। এসময় স্বর্ণের বার পাচারকারী সন্দেহে জুয়েল নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছোট বড় সাতটি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৮২৯ দশমিক ২৭ গ্রাম। বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে স্বর্ণ পাচারের একটি মামলা করা হয়েছে।
আটক স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ২৩টি স্বর্ণের বার জব্দ, যাত্রী আটক