ঢাকা, ২৫ সেপ্টেম্বর (ইউএনবি)- ছিনতাইকারী সন্দেহে রাজধানীর হাতিরপুল এলাকায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত ও আরেকজন আহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিহত শ্বশান মিত্র (৪২) কানাইলাল মিত্রের ছেলে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকির ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে এক ব্যক্তির ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে র্যাবের একটি টহল দল মোটরসাইকেলটিকে ধাওয়া করে।
র্যাবের ওই কর্মকর্তার দাবি, মোটরসাইকেলটি হাতিরপুল এলাকায় পৌঁছালে র্যাবের সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু ছিনতাইকারী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হাসান ও শ্বশান নামে দুজন গুলিবিদ্ধ হয় এবং আরেকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্বশানকে মৃত ঘোষণা করেন।
র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।