চাঁদপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই শুক্কুর আলী প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
আলমগীর হোসেন প্রধান উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আউলিয়া প্রধানিয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে। নিহত আলমগীর হোসেনের ৫ ভাই।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পুকুরে ডুবে ট্রাক চালকের সহকারীর মৃত্যু
এদিকে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
নিহতের মেয়ে খালেদা বেগম জানান, তার বাবা ঢাকায় মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার বাড়িতে আসেন। সকালে তার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন তার বাবা গাছ কাটায় বাধা দিলে এক পর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার বাবা মাটিতে পড়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক হাওলাদার জানান, সকাল পৌনে ১১টার দিকে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিল।
ধারণা করা হয়েছে- মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন ইউএনবিকে জানান, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, নিহত আলমগীরের বাড়ি মতলব উত্তরে এবং ঘটনাটি ঘটেছে ওই এলাকার সীমানায়। আমরা লাশটি উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে বাসচাপায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু