লাঠি
ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
চাঁদপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই শুক্কুর আলী প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
আলমগীর হোসেন প্রধান উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আউলিয়া প্রধানিয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে। নিহত আলমগীর হোসেনের ৫ ভাই।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পুকুরে ডুবে ট্রাক চালকের সহকারীর মৃত্যু
এদিকে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
নিহতের মেয়ে খালেদা বেগম জানান, তার বাবা ঢাকায় মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার বাড়িতে আসেন। সকালে তার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন তার বাবা গাছ কাটায় বাধা দিলে এক পর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার বাবা মাটিতে পড়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক হাওলাদার জানান, সকাল পৌনে ১১টার দিকে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিল।
ধারণা করা হয়েছে- মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন ইউএনবিকে জানান, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, নিহত আলমগীরের বাড়ি মতলব উত্তরে এবং ঘটনাটি ঘটেছে ওই এলাকার সীমানায়। আমরা লাশটি উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে বাসচাপায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু
মীরসরাইয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু
১০ মাস আগে
যশোরে লাঠির আঘাতে নারীর মৃত্যু, প্রেমিক আটক
যশোরের শার্শায় লাঠি দিয়ে মাথায় আঘাত করে এক নারীকে হত্যা করার অভিাযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত নারীর প্রেমিক আ. রশিদকে আটক করেছে পুলিশ। নিহত ওই নারী সোনাভান (৪৫) উপজেলার আমলাই গ্রামের মৃত মফিজ উদ্দীনের মেয়ে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করতেন সোনাভান। শুক্রবার রাতে বাড়ির আঙ্গিনায় বসে মাছ কাটছিলেন সোনাভান। এ সময় কেউ একজন পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। পরে ছেলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তার রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ রাতেই সোনাভানের লাশ উদ্ধার করে।
প্রতিবেশীরা জানায়, সোনাভান গ্রামের অনেককে সুদ নিয়ে টাকা ধার দিয়েছেন। এ ছাড়া এলাকার আ. রশিদ নামে এক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। এসবের কারণেও খুন হতে পারেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে শার্শা থানায়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ঢামেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু, আক্রান্ত ৩২৬
১ বছর আগে
ঝিনাইদহে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত তার মৃত্যু হয়।
নিহত মমিন হোসেন (৪২) ওই গ্রামের বারী জোয়ার্দ্দারের ছেলে।
আরও পড়ুন: খুলনায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
প্রতিবেশিদের দাবি তাকে হত্যা করা হয়েছে। আপন ভাই শামিমের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিহত মোমিনুর রহমানের ভাই স্থানীয় ইউপি সদস্য শামিম হোসেন বলেছেন ইটের উপর পড়ে আঘাতজনিত কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, সাত দিন আগে মোমিনুর রহমান ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় তার স্ত্রী ভাসুর ইউপি সদস্য শামিমকে ডেকে নিয়ে আসে। এ সময় শামিম কাঠের বাটাম দিয়ে মোমিনুর রহমানকে আঘাত করলে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মমিনের মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, তিনিও শুনেছেন ইটের উপর পড়ে তার মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
ভুরুঙ্গামারীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহতের অভিযোগ
১ বছর আগে
দিনাজপুরে ছেলের লাঠি পেটায় বাবার মৃত্যুর অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ছেলের লাঠি পেটায় বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার শালখড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিকার আবুল কাসেম (৭০) নবাবগঞ্জের ১ নম্বর জয়পুর ইউনিয়নের শালখড়িয়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: দিনাজপুরে মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২
এদিকে শুক্রবার (২৫ আগস্ট) সকালে আবুল কাসেমের লাশ উদ্ধারসহ অভিযুক্ত ছেলে মাসুদকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
স্থানীয়রা জানান, আবুল কাসেমের প্রতিবন্ধী ছেলে মাসুদ হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তার বাবাকে লাঠি পেটা করে। এতে প্রাণ হারান তার বাবা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার সকালে লাশের সুরতহাল তৈরির সময় শরীরে ক্ষতসহ আঘাতের দাগ দেখা গেছে। এ ছাড়া ময়নাতদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা।
আরও পড়ুন: দিনাজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত
দিনাজপুরে ধানখেতে পড়েছিল কাপড় ব্যবসায়ীর লাশ
১ বছর আগে
খুলনায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
খুলনার রূপসায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত চিত্তরঞ্জন বালার একই এলাকার মৃত নীরধ বালার ছেলে।
আরও পড়ুন: জামাই বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, শনিবার বিকালে চাচাতো ভাই সমির বালার সঙ্গে চিত্তরঞ্জন বালার পৈত্রিক সম্পত্তির সীমানা নির্ধারন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সমির বালা তার হাতে থাকা লাঠি দিয়ে চিত্তরঞ্জন বালাকে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: কর্মস্থল থেকে বাড়ি ফেরা হলো না তার!
২ বছর আগে