জকিগঞ্জ
জকিগঞ্জে টমটমের ধাক্কায় আহত শিশুর মৃত্যু
সিলেটের জকিগঞ্জে টমটমের ধাক্কায় ইউসুফ খান (৬) নামে একটি শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাবুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুলতানপুর ইউপির সুলতানপুর গ্রামের জুবায়ের আহমদ খানের ছেলে। সে বাবুর বাজারের স্থানীয় একটি কিন্ডারগার্ডেনে শিশু শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি টমটমের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইউসুফ আহত হয়। পরে তাকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা সাফওয়ানা ফেরদৌস। কিন্তু জখম গুরুতর না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে দুপুরের দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। তবে তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে নিছক দুর্ঘটনা উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন শিশুটির মা সাফওয়ানা ফেরদৌস। পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহত শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৪ দিন আগে
জকিগঞ্জে ১০০০ পিস ইয়াবা জব্দ, যুবক আটক
সিলেটের জকিগঞ্জে ইয়াবা বহনের অভিযোগে আলতাব হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিছ ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলতাব হোসেন (৩৬) উপজেলার ২নম্বর বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত, চোর-ডাকাতসহ কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এদের সবাইকে আইনের আওতায় আনতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জকিগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত করতে আমরা তৎপর।
১৩৮ দিন আগে
জকিগঞ্জ আ.লীগের দপ্তর সম্পাদক সেলিম গ্রেপ্তার
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শেরপুরে সেনাসদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সেলিম হরাইত্রিলোচন গ্রামের বাসিন্দা। জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছাড়াও তিনি কালিগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপ হামলার ঘটনায় করা মামলার আসামি সেলিম সওদাগরকে গ্রেপ্তার করা হয়েছে।’
১৪১ দিন আগে
সিলেটে ১০৫৪ বস্তা চিনি জব্দ, আটক ৩
সিলেটের জকিগঞ্জে ১ হাজার ৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা এলাকার কাছারপুর গ্রামের মো. সোলাইমান মন্ডল (৩২) এবং ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. বেলাল হোসেন (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য সাড়ে ৬ লাখ টাকা।
জকিগঞ্জে থানার মিডিয়া অফিসার উপপরিদর্শক (এসআই) মফিদুল হক সজল বলেন, ‘আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: সুনামগঞ্জে ৯৬ বস্তা চিনি জব্দ, আটক ১
জৈন্তাপুরে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
২৭৭ দিন আগে
সিলেটের জকিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
সিলেটের জকিগঞ্জে জুবের আহমদ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের দিঘিরপাড় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুবের বারঠাকুরী ইউনিয়ন পরিষদের আমলশীদ গ্রামের টমটম চালক জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
এ ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সে একই গ্রামের মনির হোসেন মুন্নার ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, শনিবার রাত ৮টার দিকে দিঘিরপার জামে মসজিদের পাশে ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
৩২৯ দিন আগে
সিলেটে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালের দিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের পূর্ব জামডহর গ্রামের পার্শ্ববর্তী কুরিয়ারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৪০) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ (দিঘীরপার) গ্রামের ইসলাম উদ্দিন ইছু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পেশায় মৎস্য শিকারী দেলোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৩ জন সঙ্গীসহ নৌকা নিয়ে কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ ডহরে মাছ ধরতে যান। পরে তিনি মাছ ধরতে নৌকা থেকে অক্সিজেনসহ নদীতে নেমে ডুব দেন। দীর্ঘ সময় পানির নীচে অবস্থান করায় সঙ্গীরা রশি ধরে টান দিয়ে উপরে উঠান এবং তাকে মৃত অবস্থায় পান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
এ বিষয়ে নিহতের ছোট বোন আমিনা বেগম বলেন, ‘তার ভাই কানাডা যাওয়ার জন্য বুধবার ফিঙ্গার দিয়ে এসেছেন। আজ তিনি কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন।’
নিহতের মা-বাবা ও ভাই-বোন ছাড়াও স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
চট্টগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মাওলানা এমদাদুল্লাহ
৪৫৭ দিন আগে
সিলেটে থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে আসামি
সিলেটের জকিগঞ্জ থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছেন রাসেল আহমদ রাসু (২৪) নামের চুরির মামলার আসামি।
রাসেল আহমদ জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
চুরির মামলায় বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা হাজতে রেখেছিল পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে রাসেল। তাকে ধরতে থানা পুলিশ ও ডিবি পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্বামীকে হত্যা: ২ আসামির যাবজ্জীবন
পুলিশের একটি সূত্র জানায়, রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙে চুরির একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করে হাজতে রাখা হয়। সকাল ১০টার দিকে হাজতে তাকে পাওয়া যায়নি। এ সময় থানার ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাসু চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রায় প্রতিটি চুরির ঘটনায় সে ভেন্টিলেটর ভেঙে কাজ করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
আরও পড়ুন: মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি জহিরুল গ্রেপ্তার
বগুড়ায় বিচারকের সই জাল করে আসামিদের অব্যাহতি, সাবেক পেশকারসহ গ্রেপ্তার ৫
৫১৪ দিন আগে
সিলেটের জকিগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সিলেটের জকিগঞ্জে মাছের ঘের থেকে অজ্ঞাত এক যুকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা অনুযায়ী, যুবকের বয়স ২৮ বছর হতে পারে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একজন পথচারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে খবর দেন জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকায় সড়কের পাশের মাছে ঘেরে একটি লাশ ভেসে উঠেছে।
আরও পড়ুন: বগুড়ায় নিখোঁজের ১৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট ছিল।
পুলিশ আরও বলছে, লাশের শরীরের কাপড় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মানসিক রোগী হতে পারেন। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মৃত ব্যক্তির বয়স অনুমানিক ২৮ বছর হবে।
ওসি জাবেদ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, তিনি মানসিক রোগী হতে পারেন।’
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার
মাগুরায় অজ্ঞাত সেই লাশের পরিচয় পাওয়া গেছে
৫৮২ দিন আগে
খানাখন্দে ভর্তি সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়ক, দুর্ভোগে ১৫ লাখ মানুষ
সিলেটের পাঁচ উপজেলার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম সিলেট-গোলাপগঞ্জ-জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়ক। এ সড়ক দিয়ে ১৫ লাখ মানুষ চলাচল করেন। পাশাপাশি সুতারকান্দি (শেওলা) স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানির বিভিন্ন পণ্য পরিবহন করা হয় এ সড়ক দিয়ে। কিন্তু এই এলাকায় ছোট-বড় গর্তের কারণে ভয়ঙ্কর সড়কে পরিণত হয়েছে। আর সেই কারণে হেলেদুলে চলছে যানবাহন।
কখনো কখনো এসব গর্তে মালবাহী গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটে নাকাল হন যাত্রীরা। দীর্ঘ কয়েক বছর থেকে এ অবস্থা চলতে থাকলেও সড়কটি সংস্কার না করায় সীমাহীন দুর্ভোগ নিয়ে পাঁচটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষকে চলাচল করতে হয়।
জানা গেছে, সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাখ লাখ মানুষের যাতায়াতের জন্য সিলেট-জকিগঞ্জ সড়ক গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে কচুরিপানায় নৌ চলাচল ব্যাহত: সীমাহীন দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা
দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ধীরগতিতে যান চলাচলের কারণে গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ।
দীর্ঘ কয়েক বছর ধরে সড়কের এমন দশা থাকলেও কর্তৃপক্ষকে সড়কটি মেরামত করতে উদ্যোগী হতে দেখা যায়নি। যে কারণে সাধারণ লোকজনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
চারখাই এলাকার বারইগ্রামের বাসিন্দা জাহিদ আহমদ বলেন, এই সড়ক দিয়ে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ শহরে আসা-যাওয়া করেন। শহরে চিকিৎসা নিতে আসা রোগীরা সড়কে যাতায়াত করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হন।
বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সহসভাপতি এনাম উদ্দিন বলেন, এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে পাঁচ থানার মানুষ যাতায়াত করেন। কিন্তু সংস্কারের অভাবে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হয়।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যেন সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের এই অংশের কার্পেটিং উঠে কিছু গর্তের সৃষ্টি হয়েছে। একই অবস্থা বিয়ানীবাজার-চন্দরপুর-সিলেট, বিয়ানীবাজার-কালিজুরি-সিলেট সড়কেও।
এলজিইডির তত্বাবধানে থাকা এই রাস্তা দুটি বিভাগীয় শহরের সঙ্গে বিকল্প হিসেবে ব্যবহার করেন এ অঞ্চলের মানুষ। কিন্তু গত কয়েক বছর থেকে রাস্তাগুলোও বিপজ্জনক হয়ে ওঠেছে।
আরও পড়ুন: ডুমুরিয়ায় এক বছরেও শেষ হয়নি গার্ডার ব্রিজ নির্মাণ, দুর্ভোগে মানুষ
সুনামগঞ্জে ২ দিনের বাস ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা
৬১৭ দিন আগে
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
সিলেটে পিকআপের ধাক্কায় দুইজন পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বটরতল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত পথচারী ময়নুল হকের (৩০) বাড়ি উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামে।
জানা যায়, এক সঙ্গে দু’জন রাস্তা পারাপারের সময় ময়নুল হক এই দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। অপর পথচারী জলিল আহমদকে গুরুতর আহত অবস্থা হাসপাতালে পাঠানো হলে পথেই তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্র জানায়, একটি পিকআপ ভ্যান কালিগঞ্জ থেকে যাত্রী নিয়ে শাহগলী বাজারের উদ্দেশ্যে ছেড়ে বটরতল বাজারে আসা মাত্র পেছন থেকে বাসের ধাক্কায় পিকআপটি পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ৪ জন যাত্রীসহ ৫জন আহত হন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৫
কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় ভাই ও বোনের মৃত্যু
৬৬৯ দিন আগে