বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ গেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের চার রাস্তার মোড় থেকে বাড়ি ফেরার পথে ওই কৃষক হামলার শিকার হন।
আহত সুমন হালাদার (৩৫) উপজেলার উত্তর তাফাল বাড়ি গ্রামের আব্দুল হাওলাদারের ছেলে। তিনি পেশায় কৃষক।
আরও পড়ুন: মসজিদের সামনে গান, বন্ধ করতে বলায় সভাপতিকে কুপিয়ে জখম
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া নওরীন তাসনোভা জানান, রক্তাক্ত অবস্থায় সুমন হাওলাদারকে চিকিৎসার জন্য তার স্বজনরা শনিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার দুই হাত এবং বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: আ’লীগ নেতা আটক
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সুমন হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাইয়ের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধের জের ধরে তার হাত ও পা কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে রাত থেকে পুলিশ অভিযান চালাচ্ছে।
তবে রবিবার সকাল ১০টায় পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানান।