সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকায় অপরের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কাজিপুর আমলি আদালতে কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলামসহ চারজনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী।
আরও পড়ুন: গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
মামলায় বাদীর বিবরণ থেকে জানা যায়, পৌর কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলাম মঙ্গলবার দুপুরে আব্দুস সামাদের ঘর ভেঙে তাদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এসময় আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলাম বাধা দেন।
এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিনা, তার স্বামী জহুরুল ইসলাম ও তাদের স্বজনরা আব্দুস সামাদ ও তার ভাই সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
আরও পড়ুন: গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
এসময় ঠেকাতে এলে আব্দুস সামাদের স্ত্রীকেও আহত করা হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বেরিপোটল মহল্লায় মারামারির খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে মারামারিতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে এবং ওই ঘটনায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে বাস উল্টে আহত ১০