পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদস্যদের মধ্যে ধর্মীয় চর্চা বাড়াতে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশ সদস্যদের মধ্যে ধর্মীয় দিক উন্নত করতে প্রতি বছর আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও সকল পুলিশ ইউনিটের পুলিশ সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্যতাসম্পন্ন প্রতিযোগীদের বাছাই করা হয়।
আরও পড়ুন: পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: আইজিপি
আইজিপি প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিচারকদের প্যানেলকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতায় বিজয়ীদের স্বাগত জানিয়ে আইজিপি বলেন, যারা জিততে পারেননি তাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুশীলন চালিয়ে যেতে হবে।
পরে তিনি বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপিবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে পুলিশ কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহ্বান আইজিপির