পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
নিষিদ্ধ হওয়ায় ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন, তাই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো অধিকার নেই।
তিনি বলেন, ‘ছাত্রলীগের সমাবেশ করার অধিকার নেই। তারা সেই চেষ্টা করলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতো তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি ময়নুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যেকোনো ধরনের অস্থিতিশীলতার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান আইজিপির
তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছে। তার মানে এই নয় যে, তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বদলি বা ক্লোজডের বিষয়টি একটি প্রাথমিক প্রক্রিয়া।
ময়নুল ইসলাম বলেন, কতিপয় পুলিশ সদস্য জড়িত।
মামলাগুলোর তদন্ত চলমান। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
নেতৃত্ব পর্যায়ে গুটিকয়েক বিপথগামী অফিসারের কারণে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি বলেও মন্তব্য করেন ময়নুল ইসলাম। তিনি বলেন, এবার জণগণের আকাঙ্ক্ষা পূরণের পুলিশ তৈরি করতে চায় সরকার।
রাজনৈতিক নেতা ও পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, প্রশাসন ও রাজনীতি একসঙ্গে মেলাবেন না।
যে পুলিশ রাজনীতি করতে চান, তারা দয়া করে চাকরি ছেড়ে চলে যান। আর যে রাজনৈতিক ব্যক্তিরা পুলিশকে ব্যবহার করতে চান তারাও এটা থেকে বিরত থাকবেন। তাহলে পুলিশের যে কাঙ্ক্ষিত সংস্কার শুরু হয়েছে সেটা সম্ভব হবে।
আইজিপি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টরা বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করেছে। ওই অস্ত্র তারা ছাত্র-জনতার বিরুদ্ধে ব্যবহার করেছে। আমরা চেষ্টা করছি, এসব অস্ত্র সরকারের কাছে জমা করতে।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন আইজিপি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আইজিপি ময়নুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার মা-বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: অপরাধ করে শাস্তি এড়ানোর সুযোগ নেই: আইজিপি
১ মাস আগে
জাতীয় পর্যায়ের ইসলামী প্রতিযোগিতায় অংশগ্রহণে পুলিশ সদস্যদের আহ্বান আইজিপির
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদস্যদের মধ্যে ধর্মীয় চর্চা বাড়াতে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশ সদস্যদের মধ্যে ধর্মীয় দিক উন্নত করতে প্রতি বছর আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও সকল পুলিশ ইউনিটের পুলিশ সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্যতাসম্পন্ন প্রতিযোগীদের বাছাই করা হয়।
আরও পড়ুন: পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: আইজিপি
আইজিপি প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিচারকদের প্যানেলকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতায় বিজয়ীদের স্বাগত জানিয়ে আইজিপি বলেন, যারা জিততে পারেননি তাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুশীলন চালিয়ে যেতে হবে।
পরে তিনি বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপিবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে পুলিশ কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহ্বান আইজিপির
১ বছর আগে
পুলিশ এখন নির্ভরতা ও আস্থার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী
নিরাপত্তা প্রদানে পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থা এখন জনগণের কাছে নির্ভরতা ও আস্থার প্রতীক।
রাজধানীর পুলিশ সদর দপ্তরে দুই দিনব্যাপী ত্রৈমাসিক সম্মেলনে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাস দমনে আপনাদের (পুলিশ) ভূমিকার জন্য আমরা বিশ্বজুড়ে প্রশংসিত।’
তিনি আরও বলেন, ‘আপনার অপারেশনের জন্য জলদস্যু ও বন অপরাধীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।’
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের খুনিদের বিচার এই মাটিতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশে বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে তারা (সরকার) কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে না, তবে রাজনৈতিক কর্মসূচির নামে জনগণের দুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে কেউ রেহাই পাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যৈষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, বর্তমানে পুলিশের কর্মক্ষেত্র ও তাদের চ্যালেঞ্জ বেড়েছে। অপরাধের কৌশল ও ধরনও বদলে গেছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাচ্ছে।
আরও পড়ুন: বিক্ষোভের নামে ভাঙচুর করলে নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের ভূমিকায় জনগণের আস্থা বেড়েছে।
তিনি আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশ অসামান্য সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, পিবিআই প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার প্রমুখ।
আরও পড়ুন: দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতির কারণে পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
মার্কিন নিষেধাজ্ঞার পেছনে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন যে আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেয়ার সময় তিনি সহ কিছু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, এটা ১০০ মিলিয়নের প্রজেক্ট। এই নিষেধাজ্ঞা হলো তার ফলাফল। এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার রাতে (নিউইয়র্ক সময়) যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।
আরও পড়ুন: আইজিপি’র যুক্তরাষ্ট্র সফর: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে
তিনি বলেন, ২৫ মিলিয়ন ডলারে তার নেপথ্যে তিন বছর ধরে একটি চক্রের নিয়োগ দেয়া চারটি লবিং ফার্ম কাজ করেছে। এই সংস্থাগুলো অবশেষে মার্কিন সরকারকে র্যাব এবং আমার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল।
আরও পড়ুন: পুলিশ বাহিনীকে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ আইজিপির
অনুষ্ঠানে, বেনজির আবারও স্পষ্ট করে দিয়েছিলেন যে মার্কিন সরকার যে জোরপূর্বক গুম করার অভিযোগ করেছে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
২ বছর আগে
উন্নত দেশের মতো হবে বাংলাদেশ পুলিশ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের পুলিশ বাহিনীর মতো বাংলাদেশ পুলিশকে উন্নত করা।
৪ বছর আগে
লিবিয়ায় বাংলাদেশি হত্যা: দেশের ২০ মানবপাচারকারী গ্রেপ্তার
লিবিয়ায় ২৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হওয়ার পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় দায়ের করা ২২ মানবপাচার সম্পর্কিত মামলায় ২০ সন্দেহভাজন মানবপাচারকারীকে রবিবার পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৫ হাজার ছাড়াল
দেশে সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫ হাজার ১২৯ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে