করোনা প্রতিরোধে জারি করা সরকারি নির্দেশনা উপেক্ষা করে জুমার নামাজে ১০ জনের বেশি মুসল্লি উপস্থিত হওয়া নিয়ে শুক্রবার দুপুরে ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজার জামে মসজিদে দুপক্ষের সংঘর্ষে মুয়াজ্জিনসহ ছয়জন আহত হয়েছেন।
আহতদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈমাম ও মুয়াজ্জিন মসজিদে বেশি লোক না আসার তথ্য জানিয়ে দেন। কিন্তু তারপরও নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশ কয়েকজন মুসল্লি বেশি উপস্থিত হন। মসজিদের মুয়াজ্জিন আবু সাঈদের কাছে এ জন্য কৈফিয়ত চান স্থানীয় চুন্নু মাদবর। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে চুন্নুর ভাই কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও আরেক ভাই সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পান্নুসহ বেশ কয়েকজন মসজিদে ছুটে এসে মুয়াজ্জিনসহ ছয়জনকে পিটিয়ে আহত করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পান্নু বলেন, ‘আমি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করছি।’
চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম বলেন, ‘এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’