শনিবার রাত ৮টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান তিনি। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
মজিবুর রহমান রাজশাহী ও রংপুর বিভাগের এডি ছিলেন। তার গ্রামের বাড়ী গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। এর আগে তিনি মহাস্থান জাদুঘরের কাষ্টডিয়ান ছিলেন। মজিবুর জাদুঘরের আবাসিক এলাকায় বাস করতেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, মজিবুর রহমান টিএমএসএস হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমায় ভুগছিলেন। পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। শনিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
এদিকে শনিবার দুপুরে শহরের খান্দার এলাকার এক নারী করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া শনিবার রাত ১০টায় করোনায় মারা গেছেন জাতীয় কৃষকপার্টি বগুড়া জেলা শাখার সভাপতি মেছের আলী মন্ডল (৭০)।