নিহত রুবেল হোসেন ডালিম (৩৮) সদর উপজেলার খাসপাহনন্দা গ্রামের নবিবুর রহমানের ছেলে।
সকালে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সেই সাথে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ বেশকিছু মাদক উদ্ধার করে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির বলেন, ‘মাদকের ভাগবাটোয়ারা নিয়ে দুদল মাদক কারবারির মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া-কদমতলী সেতুর কাছে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও সেখানে রুবেল হোসেন ডালিম নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৪ রাউন্ড গুলি, ২০০ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।’
ডালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ ও মাদকের মোট ৮টি মামলা আছে বলে জানান এসপি সালাম কবির।
আরও পড়ুন: সাতক্ষীরার পাচারকালে স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি আটক
তবে ডালিমের পরিবারের অভিযোগ, তিনি মাদক কারবারের সাথে জড়িত ছিলেন না। স্থানীয় খাসপাহনন্দা মিশন বাজারে তার ইলেকট্রনিক্সের ব্যবসা রয়েছে।
তার মামা দুলাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার রাতে মোবাইল ফোনে ডালিমের বাবা জানায় ডালিমকে রাত ৮টার দিকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর রাতে র্যাব, ডিবি ও থানায় যোগাযোগ করেও তার খোঁজ পাওয়া যায়নি। সকালে জানতে পারি যে গুলিতে ডালিম নিহত হয়েছে, বতর্মানে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে তার লাশ রাখা আছে।’