‘ওঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ’-এই স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে সুনিকেতন সেমিনার কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে স্কুল পর্যায়ের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৮ জন মেধাবী ও গরীব ছাত্রীর মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করেছে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।
আরও পড়ুন: মানিকগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান আলী, প্রকৃতি মেডিকপস হাসপাতালের জাকিয়া সুলতানা, শিশু সাহিত্যিক কামাল হোসেন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের যুগ্ম আহ্বায়ক ফাওজুর রহমান সাবিতসহ অন্যরা।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও রায়গ্রামসহ পৌর এলাকার মাধ্যমিক পর্যায়ে ২০জন জনকে মাসিক ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫০০ টাকা করে দুই মাসের শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান