রাঙ্গামাটি, ২৫ মার্চ (ইউএনবি)- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোমবার রাঙ্গামাটিতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২ হাজার ২২২ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বোর্ডের সদস্য (পরিকল্পনা) প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য (বাস্তবায়ন) হারুনুর রশীদসহ উন্নয়ন বোর্ডের কর্মচারী- কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে এ শিক্ষবৃত্তিতে ২ কোটি টাকা বরাদ্দ করা হয়।