জেলার কালিগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারে ভোক্তা অধিকার ও র্যাব যৌথ অভিযান চালিয়ে দুটি দোকানে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে।
মধুগঞ্জ বাজারে অবৈধভাবে আমদানি করা বিদেশি কসমেটিক এবং মেয়াদোত্তীর্ণ কমপ্লান ও মেয়াদ আছে এমন কমপ্লান একসাথে বিক্রয় করে ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে চিত্রা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জেসমিন জেনারেল স্টোরে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ পণ্য ও অবৈধভাবে আমদানি করা বিদেশি পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন ও র্যাব-৬ এর সিপিসি- ২ এর কোম্পানি কমান্ডার সোহেল পারভেজের নেতেৃত্বে একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।