ভোক্তা অধিকার
ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের সঙ্গে সচেতনতা জরুরি: বাণিজ্যমন্ত্রী
ভোক্তা অধিকার নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ভোক্তা অধিকার সংরক্ষণবিষয়ক ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ছায়া সংসদের আয়োজন করে যৌথভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্র্যাসি।
বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোক্তাদের যেমন তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। মূল্যবোধের অবক্ষয় নয় বরং জাগরণ দরকার। দাম না কমালে আমদানি করা হবে এমন হুঁশিয়ারি দিলেই দাম কমে। রমজান মাস এলেই পণ্যের দাম বাড়ে। এগুলো পরিহার করতে হবে। ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে অনেকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ভোজ্যতেল ও চিনির প্রায় চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। এগুলো ছাড়াও যে কোনো পণ্য আমদানি করা হলে ব্যবসায়ীদের মুনাফা রেখেই ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে সরকার মূল্য নির্ধারণ করে দেয়। তারপরও দেখা যায় অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রয় করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করে অসৎ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করে দমন করা সম্ভব নয় বলেও জানান তিনি।
টিপু মুনশি বলেন, খাদ্য সংকট হবে এই চিন্তা করে অতিরিক্ত মজুদ করা ঠিক নয়। কিন্তু আমাদের দেশের মানুষ এইটা করেন থাকেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় দেশে সব পণ্যে পর্যাপ্ত আছে। কৃষি বিপ্লবের ফলে বাংলাদেশ অনেক পণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কোনো পণ্যের সংকট পড়লে সরকার আমদানি করে থাকে। সরকার সবসময় চেষ্টা করে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। আবার ভোক্তারাও যেন সহজে পণ্য ভোগ করতে পারে।
আরও পড়ুন: ব্যবসা-বাণিজ্যে এশিয়া অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
মন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে খাদ্য পণ্য আমদানি বাধাগ্রস্ত হয়েছে। যার ফলে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বে এর প্রভাব পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এটা শুধু আমাদের দেশে নয় বিশ্বের সব দেশেই বেড়েছে।
এপ্রসঙ্গে তিনি বলেন নিম্নবিত্ত মানুষের কষ্টের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। সারাদেশে এক কোটি পরিবার কার্ডধারীদের মাঝে তেল, ডাল ও চালসহ অন্যান্য পণ্য সরবরাহ করা হচ্ছে। দেশে অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার বিশাল অংকের ভর্তুকি দিয়ে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
পরে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম বা মুরগি অথবা পেঁয়াজ কিংবা কাঁচা মরিচের দাম বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট না। এগুলোর উৎপাদন, চাহিদা অন্য দুটি মন্ত্রণালয়ের কাছে থাকে। সরকার এসব পণ্যের যে দাম নির্ধারণ করে দেয় সে অনুযায়ী বিক্রি হচ্ছে কি না- তা ভোক্তা অধিকার তদারকি করে থাকেন। কিন্তু যেকোনো পণ্যের দাম বাড়লেই বাণিজ্য মন্ত্রণালয়কে কাঠগড়ায় দাঁড়াতে হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করার জন্য যে পরিমাণ লোকবল প্রয়োজন সে পরিমাণ জনবল তাদের নেই। আমরা বাড়ানোর উদ্যোগ নিয়েছি। এই দপ্তরের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা দরকার। নিজস্ব কর্মকর্তাদের অথবা যারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এধরনের কর্মকর্তাদের ভোক্তা অধিদপ্তরে পদায়ন করা যায় বলেও অভিমত ব্যক্ত করেন।
আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো ৮ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হবে ‘জাতীয় চা পুরস্কার’: বাণিজ্যমন্ত্রী
মক পার্লামেন্টে স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
প্রথমদিনে ‘শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়‘ শীর্ষক প্রস্তাবের পক্ষে ইডেন মহিলা কলেজ এবং বিপক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করে ইডেন মহিলা কলেজ বিজয় লাভ করে।
উল্লেখ্য, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
৫৮৮ দিন আগে
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জীবননগর উপজেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জীবননগর উপজেলার চ্যাংখালী সড়কের তরফদার নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোর সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে চিনি বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ভোক্তা অধিদপ্তরের জরিমানা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সহজ ডটকমের রিট
এছাড়া, মেসার্স সাজ ঘর কসমেটিকস-এ অভিযান চালিয়ে আমদানিকারকের স্টিকারবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও চকলেট বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা উপ-পরিদর্শক আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আরও পড়ুন: পণ্য, সেবা ক্রয়ে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার আইনে অভিযোগ করার উপায়
ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী
৮৫১ দিন আগে
পণ্য, সেবা ক্রয়ে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার আইনে অভিযোগ করার উপায়
দেশে নতুন পণ্য বা সেবা তৈরির মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অর্থনীতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। আবার একই ভাবে অনিয়ম ও অনৈতিকতার কারণে ত্রুটিপূর্ণ সেবা বা পণ্য কিনে প্রতারণার শিকার হন ভোক্তারা। তাই প্রতিটি ব্যবসায়ের পণ্যের মান নিশ্চিত করার জন্য রয়েছে নির্দিষ্ট নীতিমালা। আর তা অনুসরণ করে গ্রাহকদের চাহিদার সদ্ব্যবহার করা হচ্ছে কি না তা তদারক করতে আছে জাতীয় ভোক্তা অধিকার আইন। যে কোন পণ্য কিনে প্রতারিত হলে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে ভোক্তা সেই আইন মোতাবেক অভিযোগ দাখিল করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক এই অভিযোগ দাখিলের নিয়ম-নীতি।
বাংলাদেশের জাতীয় ভোক্তা অধিকার আইনে অভিযোগ করার পদ্ধতি
যথাযথ প্রমাণ সংগ্রহ
অভিযোগের পূর্বে যে কাজটি অবশ্যই করতে হবে তা হলো অভিযোগের স্বপক্ষে সঠিক প্রমাণাদি সংগ্রহ করা। অভিযোগপত্রের সাথে সংযুক্তি হিসেবে পণ্য বা সেবা গ্রহণের রশিদটি অবশ্যই দিতে হবে। এর পাশাপাশি পণ্য ও দোকানের ছবিটিও দেয়া যেতে পারে।
আরও পড়ুন: গরমকালে কম খরচে বাংলাদেশের কোথায় কোথায় ঘুরতে যাবেন?
অভিযোগ ফরম পূরণ
প্রথমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েবসাইট-এর জাতীয় ভোক্তা অভিযোগ-কেন্দ্র বক্স থেকে অভিযোগ ফরম ডাউনলোড করতে হবে। অতঃপর ফরমটি প্রিন্ট করে তাতে প্রাপক অংশের শূন্যস্থানে জেলার নাম লিখতে হবে।
তারপরেই সঠিকভাবে লিখতে হবে অভিযোগের বিবরণ। এরপর পিতা-মাতার নামসহ অভিযোগকারির পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করতে হবে। এ অংশে অভিযোগকারির মোবাইল নম্বর দেয়া বাঞ্ছনীয়। সবশেষে অভিযুক্ত প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও ঠিকানা লেখার মাধ্যমে ফরম পূরণ সম্পন্ন হবে।
এবার পূর্বে সংগৃহীত পণ্য ক্রয়ের রশিদটি এই ফরমের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে।
আরও পড়ুন: ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী
পণ্য কিনে প্রতারিত হলে কোথায় অভিযোগ করতে হয়
সংযুক্তিসহ পূরণকৃত ফরম নিয়ে সরাসরি চলে যেতে হবে কাওরান বাজারে অবস্থিত টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ভবনে। এর অষ্টম তলায় সহকারী পরিচালকের কার্যালয়ে অভিযোগ জমা নেয়া হয়। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট বরাবরও অভিযোগ করা যায়। এই দাখিলকৃত অভিযোগপত্র পরবর্তীতে বিভাগীয় প্রধান অধিদপ্তরে এসে জমা হয়। এখানে উল্লেখ্য যে এই অভিযোগ দাখিলে কোন রকম ফি প্রয়োজন হয় না।
অভিযোগ নিষ্পত্তিকরণ
অভিযোগ দাখিলের পর অধিদপ্তর থেকে একটি মামলা নম্বর দেয়া হবে, যা পরবর্তীতে অভিযোগ নিষ্পত্তির জন্য প্রয়োজন হবে। অতঃপর প্রায় এক মাসের মধ্যে শুনানির জন্য অভিযোগকারির ঠিকানায় চিঠি যাবে। আর এই শুনানির মাধ্যমেই চূড়ান্তভাবে অভিযোগ নিষ্পত্তির দরুণ অভিযুক্তকে সংশ্লিষ্ট অভিযোগ যাচাই করে নির্ধারিত জরিমানা ধার্য করা হয় এবং নির্দিষ্ট শাস্তি প্রদান করা হয়। জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারিকে দেয়া হবে।
আরও পড়ুন: বাংলাদেশের বাহারি আম এবং তাদের উৎপাদনকারী অঞ্চল
পণ্য কিনে প্রতারিত হলে কিভাবে অনলাইনে অভিযোগ করবেন
সংযুক্তির জন্য নথি প্রস্তুত করা
অভিযোগকারির স্বাক্ষর, পণ্য ক্রয়ের রশিদসহ প্রয়োজনীয় প্রমাণাদি স্ক্যান করে অথবা মোবাইল দিয়ে ছবি তুলে কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। এগুলো আগে থেকেই প্রস্তুত করে রাখা উচিত, কেননা তা হলে অনলাইনে অভিযোগ পূরণের পরপর খুব সহজেই কম্পিউটার থেকে আপলোড করে দেয়া যাবে।
আমার সরকার ওয়েবসাইটে নিবন্ধন
অনলাইনে অভিযোগের জন্য আমার সরকার ওয়েবসাইটের জাতীয় ভোক্তা অধিকার অভিযোগ সেবার পেজটিতে যেতে হবে। এখানে অভিযোগকারির নাম ও মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিয়ে নিবন্ধন করতে হবে। মোবাইল বা ইমেইল আইডিটি যাচাইয়ের জন্য ছয় সংখ্যার একটি কোড বার্তা পাঠানো হবে। সেই কোড দেয়ার পর নিবন্ধন সম্পন্ন হলে অনায়াসেই অভিযোগকারি তার নতুন তৈরি হওয়া অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
আরও পড়ুন: জ্বালানির দাম বৃদ্ধির কিছু বোঝা ভোক্তাদের বহন করতে হবে: অর্থমন্ত্রী
অনলাইনে অভিযোগ ফরম পূরণ
এবার অভিযোগকারির প্রোফাইল পেজ-এর বামে প্রদর্শিত মেনু থেকে নতুন আবেদন-এ ক্লিক করলে জাতীয় ভোক্তা অভিযোগ ফরমের ওয়েব পেজটি দেখাবে। আগে থেকে অভিযোগকারির যাবতীয় তথ্য দিয়ে প্রোফাইলটি সম্পন্ন করা থাকলে এখানে স্বয়ংক্রিয়ভাবেই অভিযোগকারির তথ্য অংশগুলো পূরণ দেখাবে। আর তা না হলে নাম, ঠিকানা, পেশা, পিতা-মাতার নাম টাইপ করতে হবে।
অতঃপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তথা অভিযোগের বর্ণনা দিতে হবে। এরপরেই নিচে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা বক্স দুটি পূরণ করতে হবে।
সংযুক্তি আপলোড ও অভিযোগ দাখিল
বিনীত নিবেদকের নিচে অভিযোগকারির নামের পাশে ছোট্ট বাটনটিতে ক্লিক করে পূর্বে কম্পিউটারে সংরক্ষণকৃত স্বাক্ষরের ছবিটি সংযুক্ত করতে হবে। পরিশেষে পণ্য ক্রয়ের রশিদের ছবি সহ অন্যান্য প্রমাণাদি আপলোড করতে হবে। এরপর সবার নিচে আবেদন প্রেরণ করুন বাটনে ক্লিক করলেই চূড়ান্ত ভাবে অভিযোগটি দাখিল হয়ে যাবে।
আরও পড়ুন: রাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় কিছু সতর্কতা
পণ্য কিনে প্রতারিত হলে অভিযোগ করার শর্তাবলি
অভিযোগটি সংশ্লিষ্ট কারণ উদ্ভব হওয়ার ত্রিশ দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হবে। নতুবা অভিযোগটি নাকচ করে দেয়া হবে।
অভিযোগকারী অধিদপ্তরের কোনো কর্মকর্তা হলে তিনি দোষী সাব্যস্ত অভিযুক্তের নিকট থেকে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ পাবেন না।
পণ্য ক্রয়ে হয়রানির শিকার হলে অভিযোগের অন্যান্য মাধ্যম
পণ্য বা সেবা কিনে হয়রানির শিকার হলে ভোক্তা ফ্যাক্স, ইমেইল, এমনকি ফোনের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন। যোগাযোগের ফোন নম্বর- ০২৫৫০১৩২১৮, মোবাইল- ০১৭৭৭৭৫৩৬৬৮ এবং ইমেইল- nccc@dncrp.gov.bd। এছাড়া ভোক্তা হটলাইন ১৬১২১ নাম্বারে ফোন করেও নির্দেশনা সমূহ অনুসরণ করে অভিযোগ দায়ের করা যাবে।
আরও পড়ুন: নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল ভোক্তারা
শেষাংশ
জাতীয় ভোক্তা অধিকার আইনে অভিযোগের উপায় প্রতিটি নাগরিকের গণতন্ত্র চর্চার পরিচায়ক। জনসাধারণের মৌলিক চাহিদাগুলোর অপব্যবহার করে অসাধু ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ত্রুটিযুক্ত পণ্যগুলো তাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে। এতে প্রায়ই অতিরিক্ত অর্থ ব্যয় সত্ত্বেও ক্রয়কৃত পণ্য নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। এতে শুধু জনগণের মৌলিক অধিকার ব্যহত হচ্ছে তা-ই নয়, একই সাথে তারা আর্থিক, সময় এবং অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে নির্ধারিত আইনের সঠিক ও সক্রিয় প্রয়োগই পারে এ থেকে জনগণকে রক্ষা করতে।
১০২০ দিন আগে
জয়পুরহাটে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, এক লাখ টাকা জরিমানা
দেশে ভোজ্যতেল সরবরাহ ও মূল্যে অস্থিতিশীলতার মধ্যে জয়পুরহাটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন ও সুপার পামওয়েল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে জয়পুরহাট জেলা শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, দেশে ভোজ্যতেল নিয়ে অস্থিরতার মধ্যে জয়পুরহাট শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় শহরের মাড়োয়ারী পট্টির পুরোষোত্তম রংটার (মাড়োয়ারী নাম) তিন গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার সুপার পামওয়েল এবং ধানমন্ডি এলাকার ফারুক ট্রেডার্সের ফারুক সর্দারের সাতটি গুদাম থেকে ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন ও সুপার পামওয়েল সহ মোট ৪৩ হাজার ৬৫৬ লিটার তেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সময় ওই দুটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তেলগুলো সরকার নির্ধারিত দরে ভোক্তা পর্যায়ে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ৯২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, আটক ৫
ভোজ্যতেল নিয়ে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা বিশ্বাসঘাতকতা করেছেন: বাণিজ্যমন্ত্রী
১০৪২ দিন আগে
খুলনা ও কুড়িগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশের ন্যায় খুলনা ও কুড়িগ্রামে সোমবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে।
১৪৬৭ দিন আগে
ঝিনাইদহে ভোক্তা অধিকার ও র্যাবের অভিযান, জরিমানা আদায়
জেলার কালিগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারে ভোক্তা অধিকার ও র্যাব যৌথ অভিযান চালিয়ে দুটি দোকানে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন।
১৬৯৭ দিন আগে