রাজধানীর শেষ প্রান্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঝুঁকিপূর্ণ টঙ্গী ব্রিজে অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুর ওপর দিয়ে ঢাকামুখী বাসসহ ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই সড়কের যানবাহন কামারপাড়া সড়কে বিকল্প পথে চলাচল করছে।
এ কারণে ওই মহাসড়কে দীর্ঘ যানজট লেগে আছে। তবে ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা গাজীপুরগামী যানবাহন আগের মতই বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পোয়াপাড়া বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে
গাজীপুরের দিক থেকে ঢাকায় আসতে অনেক সময় লাগছে, যানজটে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকে ঢাকামুখী যানবাহনের প্রচণ্ড চাপ তৈরি হয়। বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং নদীর ওপর আরেকটি ব্রিজ নির্মাণধীন থাকায় ওই সড়কে এমনিতেই সব সময় যানজট লেগে থাকে। সেতুর গর্তের কারণে সকাল থেকে অবস্থা আরও নাজুক হয়ে পড়ে।
আরও পড়ুন: নগরকান্দায় বালুভর্তি ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি ব্রিজ
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী ব্রিজের ওই জায়গায় আগে থেকেই ফুটো ছিল। এতদিন ফুটোর ওপর পাত দিয়ে যানবাহন চলাচল করছিল। ওই সেতু দিয়ে কেবল টঙ্গী থেকে ঢাকামুখী গাড়ি চলে। ঢাকা থেকে টঙ্গীর দিকে আসা যানবাহনগুলো আরেকটি সেতু দিয়ে পার হচ্ছে।