সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার কুরনী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনায় নিহতদের সবাই দিনমজুর ও পোষাক শ্রমিক। আহতদের স্থানীয় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সিরাজুল ইসলাম (৩২) এবং আশরাফুল ইসলাম (৩৫)। অপর চারজনের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, রংপুর থেকে ঢাকাগামী সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের কুরনী নামক স্থানে যান্ত্রিক ক্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা গামী অপর একটি মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দিলে বাসের ভিতরে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন কমপক্ষে ১০ জন।
গুরুতর অবস্থায় সাতজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ও আশরাফুল মারা যান।
ওসি মোজাফ্ফর হোসেন জানান, নিহত চার জনের লাশ গোড়াই হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পরিচায় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।