টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রায়হান ওই গ্রামের বাদল মিয়ার ছেলে৷ তার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকায় নিহতের বাড়ির পাশের পুকুর থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে আহত অর্ধশতাধিক
নিহতের পরিবার জানায়, ভোর ৪টার দিকে এক যুবক তাদের খবর দেয় রায়হানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। এ খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় রায়হানের লাশ পড়ে থাকতে দেখে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নামে অনেক আগের একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। সে মাদক সেবন করতো। ঘটনাস্থলে নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে।’
হত্যাকাণ্ডের ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।