মুষলধারের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চাঁদপুর নগরীতে। শহরের নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় যান চলাচল কমে গিয়েছে, বেশ কয়েকটি সড়ক পানিতে ডুবে গেছে। এতে বিপাকে পড়েছেন কর্মজীবীরা।
এদিকে শহরের নাজির পাড়া, মাদরাসা রোড, পালপাড়া, নিউ ট্রাক রোড, মোল্লাবাড়ি রোড, রহমতপুর আবাসিক এলাকায় মুষলধারের বৃষ্টিতে সড়কে প্রায় হাঁটু সমান পানি জমে আছে।
আরও পড়ুন: ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী, বিপাকে কর্মজীবীরা
মোহাম্মদ হোসেন গাজী নামে এক বাসিন্দা বলেন, ‘মুষলধারের বৃষ্টিতে দিনমজুর ও শ্রমিকদের কাজ বন্ধ হয়ে আছে। এছাড়া একান্ত প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বের হচ্ছে না।’
পুরান বাজারের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে বৃষ্টির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনেক দোকান দেরিতে খুলেছে। যারা নির্মাণশ্রমিক তারাও কাজে যেতে পারেনি।’
মাদরাসা রোডের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমাদের সড়কে পানি। এখন পর্যন্ত একই অবস্থা। মসজিদ ও বাসা বাড়িতেও পানি উঠে গেছে।’
আরও পড়ুন: দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রহমতপুর আবাসিক এলাকাল বাসিন্দা ফরিদ আহমেদ বাবু বলেন, ‘টানা বৃষ্টিতে এলাকার সড়ক ডুবে গেছে। তবে সকালে কিছুটা পানি কমেছে।’