কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া চেকপোস্ট থেকে এক হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাস তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে এক লাখ ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
বিজিবি-২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন দমদমিয়া বিওপির একটি টহল দল দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাস দমদমিয়া চেকপোস্টে এসে তল্লাশির জন্য থামিয়ে দেওয়া হয়।
বিজিবির কে-৯ ইউনিটের একটি অনুসন্ধান কুকুর সন্দেহজনক আচরণে একজন যাত্রীকে শনাক্ত করেছে।
পরে টহল দলটি তল্লাশি চালিয়ে যাত্রীর আসনের নিচ থেকে এক হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ব্যাপারে মামলা দায়ের করে উক্ত যাত্রীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১