নাটোর স্টেশনে বুধবার দুপুরে ট্রেনের নিচে চাপা পড়েও প্রাণে বেঁচে গেছে একটি ভেড়া শাবক।
বেলা প্রায় সোয়া ১২টা। খুলনা থেকে চিলাহাটী গামী আন্তঃনগর রুপসা এক্সপ্রস ট্রেনটি প্রবেশ করছে নাটোর স্টেশনে।ট্রেন লাইনের ওপর নিজ মনে খাবার খাচ্ছিলো একটি ভেড়া শাবক।
স্টেশনে ঢোকার সময় নিয়ম অনুযায়ী একাধিকবার হর্ন দেন লোকো ড্রাইভার। কিন্তু অনভ্যস্ত শাবকটি বুঝতে পারেনি। ট্রেনটি যখন কাছে চলে আসে তখন হুস ফেরে শাবকটির। চলন্ত ট্রেনের সামনে প্রাণপণ ছুটতে থাকে। ছুটতে ছুটতে একপর্যায়ে চলে যায় ট্রেনের নিচে।এসময় প্লাটফর্মে ছুটাছুটি করতে থাকে শাবকটির মা।
ভেড়াটির প্রাণে বেঁচে যাওয়ার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
নাটোর স্টেশনে ট্রেন থামার পর স্থানীয় এক ব্যক্তি ট্রেনের নিচ থেকে জীবন্ত বের করে আনে শাবকটিকে।তবে পেছনের বাম পায়ে আঘাত পায় প্রাণীটি।
স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, পাশের বস্তি থেকে ছাগল-ভেড়া লাইনের ওপর চলে আসে।কিন্ত এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি কখনো।