আন্তঃনগর ট্রেন
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তপক্ষ। রবিবার (২৫ মে) আন্তঃনগর ট্রেনের ৪ জুনের টিকিট বিক্রির মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে এবার আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। তাই স্টেশন কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় বিক্রি হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট শুরু হবে দুপুর ২টায়।
এ ছাড়া, ঈদের সময় ৫টি রুটে ১০টি বিশেষ ট্রেন চলবে। এই বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। ঈদের দিনও কয়েকটি বিশেষ ট্রেন চলবে বলেও জানানো হয়েছে। তবে বিশেষ ট্রেনের টিকিট শুধু স্টেশন কাউন্টারে পাওয়া যাবে, অনলাইনে নয়।
আরও পড়ুন: নিমিষেই শেষ অনলাইনে ট্রেনের টিকিট, কেন?
এবারের ঈদে ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করার কথা রয়েছে। এতে প্রায় ৩৩ হাজার ৩১৫টি আসন থাকবে। এ ছাড়া, প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ আসন দাঁড়ানো টিকিট হিসেবে বরাদ্দ থাকবে, যা স্টেশন কাউন্টারে বিক্রি হবে।
রেলওয়ের ঈদ সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ মের টিকিট ২১ মে বিক্রি হয়েছে। ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি হয়েছে। আর ৫ ও ৬ জুনের টিকিট যথাক্রমে ২৬ ও ২৭ মে বিক্রি হবে।
একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরতযোগ্য নয় বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এর আগে, আগামী ৬ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ জুন থেকে টানা ১০ দিন ঈদের ছুটি অনুমোদন করেছে সরকার। তার আগে অবশ্য দুটি শনিবার অফিস খোলা রেখে কর্মীদের কর্মঘণ্টা কাজে লাগানো হয়েছে।
১৯৪ দিন আগে
ঢাকা-চিলাহাটি রুটে আন্তঃনগর ট্রেন 'চিলাহাটি এক্সপ্রেস' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ জোরদার ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে রবিবার ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে 'চিলাহাটি এক্সপ্রেস' নামে একটি নতুন আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করেন।
৮০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন চিলাহাটি এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে।
আরও পড়ুন: চিলাহাটি-মঙ্গলা রেল যোগাযোগ স্থাপিত হবে জুনে: রেলমন্ত্রী
বর্তমানে ঢাকা-চিলাহাটি রুটে মালবাহী ট্রেন ও আন্তঃসীমান্ত ট্রেন 'মিতালী এক্সপ্রেস' চলাচল করে।
নীলফামারীর চিলাহাটি থেকে অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং গণভবন থেকে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর।
আরও পড়ুন: ৫৬ বছর পর চালু হলো চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ
৯১৫ দিন আগে
ট্রেনের নিচে চাপা পড়েও যেভাবে প্রাণে বাঁচল ভেড়া শাবকটি
নাটোর স্টেশনে বুধবার দুপুরে ট্রেনের নিচে চাপা পড়েও প্রাণে বেঁচে গেছে একটি ভেড়া শাবক।
১৯০৫ দিন আগে
৩১ মে থেকে আন্তঃনগর ট্রেন চলবে: রেলমন্ত্রী
সরকার আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ৫০ শতাংশ টিকিট বিক্রির মাধ্যমে শুধুমাত্র আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
২০১৬ দিন আগে
প্রথম আন্তঃনগর ট্রেন পেতে যাচ্ছে কুড়িগ্রামবাসী
কুড়িগ্রাম, ১৫ অক্টোবর (ইউএনবি)- স্বাধীনতার ৪৮ বছর পর ঢাকা-কুড়িগ্রাম প্রথম আন্তঃনগর ট্রেন পেতে যাচ্ছে কুড়িগ্রাম জেলাবাসী।
২২৪২ দিন আগে