বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বাসহ অন্যদের বিনামূল্যে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী।
জেলার বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় সোমবার এ চিকিৎসাসেবা দেয়া হয়।
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং সিএমএইচ সৈয়দপুরের একদল বিশেষজ্ঞ চিকিৎসক ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যসেবা দেয়।
৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসমত উল্লাহ খান, শিশু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর, স্ত্রী রোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ মেজর রাফিয়া সুলতানা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূরানী হানফা, ক্যাপ্টেন জারিফ হোসাইন খান, ক্যাপ্টেন নাঈমসহ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
ক্যাম্পে ২৭২ গর্ভবতী, ১৬৬ সাধারণ নারী, ১৬৬ শিশু ও ২৬ পুরুষকে চিকিৎসাসেবা দেয়া হয়।