তারা হলেন, ওই গ্রামের শেত কুমারের ছেলে বিপুল চন্দ্র (২৫) ও তার স্ত্রী পারুল রাণী (২২)। পারুল ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে।
উপজেলার লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, এক রশিতে গলায় ফাঁস লাগিয়ে তারা আত্মহত্যা করেছে। বাড়িতে স্বামী-স্ত্রী ও বিপুলের পালিত মা (সম্পর্কে চাচি) বাস করেন। সকালে বিপুলের পালিত মা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ বিপুল চন্দ্র ও পারুল রাণীর হাতের লেখা দুটি চিঠি উদ্ধার করেছে। চিঠি দুটিতে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং সমাধিতে যাতে তাদের মৃতদেহ দুটি একসাথে থাকে সেই অনুরোধ করা হয়েছে।
‘মৃতদেহ দুটি উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া থানায় অপমৃত্যুর একটি মামলা রেকর্ড করা হয়েছে,’ যোগ করেন ওসি।