ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় গিয়াস উদ্দিন নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও–পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর মোল্লা পাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা নিহত ২, আহত ২
বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম। তিনি জানান, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড় এলাকায় গিয়াস উদ্দিন তার নাতিকে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় হঠাৎ ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও অক্ষত অবস্থায় বেঁচে যান তার নাতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ষহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।