সাভারের আশুলিয়ায় ডাকাতি হওয়ার আট দিন পর রডভর্তি ট্রাক উদ্ধার করা হয়েছে। এঘটনায় দুই ডাকাতকেও গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৬ মার্চ) সাভার সার্কেল অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রড ভর্তি ট্রাক ছিনতাই করে। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও নুরে আলম নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় রডভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট
আটকদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।