আরও পড়ুন: মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে: মন্ত্রী তাজুল
তিনি বলেন, ‘ইতোমধ্যে ওয়াসা থেকে ৩৯টি খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিকে শুধু বসবাসের জন্য নয়, এনজয়ানেবল ঢাকা সিটি করতে চাই। সেজন্য যেসকল প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে হবে। ড্রেনেজ ব্যবস্থাসহ জলাশয়গুলো পরিষ্কার করতে হবে। এছাড়া অবৈধ দখলমুক্ত করতে আমরা বেশ কিছু কর্মপরিরল্পনা হাতে নিয়েছি।’
আরও পড়ুন: এলাকাভিত্তিক লকডাউনই সবচেয়ে উপযোগী: মন্ত্রী তাজুল
তিনি বলেন, ‘ঢাকার ৩৯টি খাল নিয়ে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুই মেয়র খুবই আন্তরিক। আমরা মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করবো। প্রতিটি সংস্থা যার যার কাজ করবে। আমরা সমন্বয় করে কাজ করবো।’
আরও পুড়ন: সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে: মন্ত্রী তাজুল
মন্ত্রী বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার ঢাকায় কিউরিস মশা কম। এডিস মশা বাসা বাড়িতে হয়। সেজন্য আমরা বাসা বাড়ি পরিষ্কার রাখার কথা বলছি। কিউরিস মশার উৎপত্তি হয় জলাশয়, আবর্জনা ও কচুরিপনা থেকে। তাই দুই সিটি করপোরেশনকে কচুরিপনা পরিষ্কার করার জন্য ইউকে থেকে ৫০ কোটি টাকা দিয়ে মেশিন কিনে দেয়া হচ্ছে।’
আরও পড়ুন: করোনা মোকাবিলায় সরকার জনগণের পাশে আছে: মন্ত্রী তাজুল