করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনে থাকা কর্মহীন দরিদ্র মানুষদের চাল, ডাল ও তেলের সাথে ইলিশ মাছ দিয়ে সাড়া ফেলেছিলেন ফরিদপুরের আলিপুর মহল্লার ব্যবসায়ী সোহেল মিয়া মিঠু।
এবার তিনি ঈদের আগে দরিদ্রদের পোলাও চাল, তেল, সেমাই, চিনি ও গুড়ো দুধের সাথে মুরগি উপহার দিয়ে সাড়া ফেলেছেন।
রবিবার বেলা ১১টার দিকে আলিপুরে মোমিন টাওরাস্থ নিজ বাসভবনের সামনে তিনি দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে প্রত্যেককে ১টি করে মুরগির সাথে পোলাও চাল, ডাল, চিনি, ২ ধরনের সেমাই ও গুড়ো দুধ বিতরণ করেন।
মিঠু সাংবাদিকদের বলেন, ‘ঈদের দিন আমি পরিবার নিয়ে পোলাও-মাংস খাবো, আমার প্রতিবেশী দরিদ্র মানুষেরাও যাতে সেভাবেই খেতে পারে তাই তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই সামান্য এ প্রচেষ্টা।’