দিনাজপুর ঘোড়াঘাট মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ইসমাইল হোসেন ও চালকের সহকারী বাবু মিয়া। ইসমাইল হোসেন বগুড়ার শেরপুরের বাসিন্দা।
আরও পড়ুন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ধানবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত ও তার সহকারী আহত হন। আহত অবস্থায় সহকারীকে প্রথমে ঘোড়াঘাট উপজেলা হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাব্বির বলেন, দুর্ঘটনার পর পরই দাঁড়িয়ে থাকা ট্রাক নিয়ে চালক পালিয়ে যান।