দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে জয়শ্রী রায় (১১) নামে এক কিশোরী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে কিশোরীর মা কাকলী রানী রায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ মে) দুপুর দিকে বৃষ্টি শুরু হলে ধান তোলার সময় হতাহতের এই ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘ধান শুকানোর সময় বৃষ্টি শুরু হলে তাড়াহুড়ো করে ধান তুলছিল মা ও মেয়ে। এ সময় তাদের ওপর বজ্রপাত ঘটে।’